মাওলানা ইমরান হোসাইন
মহান আল্লাহ তাআলা তাঁর ইবাদত করার জন্যই মানুষ ও জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি জিন ও মানুষকে কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিয়াত: ৫৬) মানুষ দুই ধরনের ইবাদত করে থাকে—ফরজ ও নফল। ফরজ আমল, যা পালন করা অপরিহার্য; শরিয়ত অনুমোদিত অপারগতা ছাড়া ত্যাগ করলে আল্লাহর নাফরমানি বলে গণ্য হবে এবং শাস্তি পেতে হবে। আর নফল আমল, যা পালন করা আবশ্যক নয়। তবে কিছু নফল সুন্নতে মুআক্কাদা, তথা সেগুলো পালনে সবিশেষ তাগিদ রয়েছে; ছাড়লে গুনাহ হবে। আর কিছু নফল সুন্নতে জায়েদা তথা আদায় করলে সওয়াব পাওয়া যায়, ছেড়ে দিলে গুনাহ হয় না।
কেয়ামতের দিন ফরজ ইবাদতের হিসাব দিতে গিয়ে যখন ভয়াবহ অবস্থা হবে, তখন এই নফল ইবাদতগুলোই কাজে আসবে। তাই নফল ইবাদতে অবহেলা করতে নেই। রাসুলুল্লাহ (সা.) এইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমলসমূহের মধ্যে প্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মহান রব বান্দার নামাজ সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন—দেখো তো সে তা পূর্ণরূপে আদায় করেছে, না তাতে কোনো ত্রুটি আছে? এরপর বান্দার নামাজ পরিপূর্ণ হলে তা তেমনই লেখা হবে। পক্ষান্তরে তাতে কোনো ত্রুটিবিচ্যুতি দেখা গেলে তিনি ফেরেশতাদের বলবেন—দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না। যদি থাকে তবে তিনি বলবেন—তোমরা তার নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ত্রুটি দূর করো। এরপর এভাবে সব ফরজ আমলের ত্রুটি নফল দিয়ে দূর করা হবে।’ (আবু দাউদ: ৮৬৪)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মহান আল্লাহ তাআলা তাঁর ইবাদত করার জন্যই মানুষ ও জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি জিন ও মানুষকে কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিয়াত: ৫৬) মানুষ দুই ধরনের ইবাদত করে থাকে—ফরজ ও নফল। ফরজ আমল, যা পালন করা অপরিহার্য; শরিয়ত অনুমোদিত অপারগতা ছাড়া ত্যাগ করলে আল্লাহর নাফরমানি বলে গণ্য হবে এবং শাস্তি পেতে হবে। আর নফল আমল, যা পালন করা আবশ্যক নয়। তবে কিছু নফল সুন্নতে মুআক্কাদা, তথা সেগুলো পালনে সবিশেষ তাগিদ রয়েছে; ছাড়লে গুনাহ হবে। আর কিছু নফল সুন্নতে জায়েদা তথা আদায় করলে সওয়াব পাওয়া যায়, ছেড়ে দিলে গুনাহ হয় না।
কেয়ামতের দিন ফরজ ইবাদতের হিসাব দিতে গিয়ে যখন ভয়াবহ অবস্থা হবে, তখন এই নফল ইবাদতগুলোই কাজে আসবে। তাই নফল ইবাদতে অবহেলা করতে নেই। রাসুলুল্লাহ (সা.) এইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমলসমূহের মধ্যে প্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মহান রব বান্দার নামাজ সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন—দেখো তো সে তা পূর্ণরূপে আদায় করেছে, না তাতে কোনো ত্রুটি আছে? এরপর বান্দার নামাজ পরিপূর্ণ হলে তা তেমনই লেখা হবে। পক্ষান্তরে তাতে কোনো ত্রুটিবিচ্যুতি দেখা গেলে তিনি ফেরেশতাদের বলবেন—দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না। যদি থাকে তবে তিনি বলবেন—তোমরা তার নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ত্রুটি দূর করো। এরপর এভাবে সব ফরজ আমলের ত্রুটি নফল দিয়ে দূর করা হবে।’ (আবু দাউদ: ৮৬৪)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১ দিন আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১ দিন আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১ দিন আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে