ইসলাম ডেস্ক
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেসব ফলের নাম উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে খেজুর অন্যতম। ইসা (আ.)-এর জন্মের সময়ের ঘটনায় আল্লাহ তাআলা মারিয়াম (আ.)-কে উদ্দেশ করে বলেছেন, ‘আর তুমি নিজের দিকে খেজুরগাছের কান্ড নাড়া দাও। তা থেকে তোমার ওপর পাকা খেজুর পড়বে। খেজুরের রয়েছে বহুমুখী উপকারিতা।’ (সুরা মারইয়াম: ২৫)
শুধু খেজুরই নয়, এর বীজের বিভিন্ন অংশের নামও কোরআনে এসেছে। পরকালের সওয়াব, পুরস্কার ও জাহিলি যুগের দেবদেবীর ক্ষমতার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা খেজুর বীজের এসব অংশের নাম উল্লেখ করেছেন। যেমন—
নাকির
খেজুর বীজের পিঠে ক্ষুদ্র একটি বিন্দু থাকে, আরবিতে একে ‘নাকির’ বলা হয়। পবিত্র কোরআনে এই নাকির দিয়ে আল্লাহ তাআলা পরিমাণগত স্বল্পতার উদাহরণ দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘যে পুরুষ বা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রাপ্য “নাকির” পরিমাণও নষ্ট করা হবে না।’ (সুরা নিসা: ১২৪)
এই আয়াতে ‘নাকির’ বলতে খেজুরের বীজের পিঠের ওই ছোট্ট বিন্দু পরিমাণ অংশ বোঝানো হয়েছে।
ফাতিল
খেজুরের বীজের পেটের কাটা অংশের পাতলা সুতাকে আরবিতে ‘ফাতিল’ বলা হয়। এই শব্দ দিয়েও পরকালের সাজার ক্ষেত্রে অতি ছোট বিষয়ের উপমা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব, এরপর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি “ফাতিল” পরিমাণও জুলুম করা হবে না।’ (সুরা বনি ইসরাইল: ৭১)
এই আয়াতে ‘ফাতিল’ বলতে খেজুর বীজের কাটা অংশের সেই সুতাকে বোঝানো হয়েছে। হাশরের মাঠে আল্লাহর বিচারের ধরন কত স্বচ্ছ হবে—সেটি বোঝাতে এই উপমা ব্যবহার করা হয়েছে।
কিতমির
খেজুরের বীজের ওপরে থাকা পাতলা আবরণকে আরবিতে ‘কিতমির’ বলা হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তিনি (আল্লাহ) রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবিষ্ট করেন। সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেন। প্রতিটি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আবর্তন করে। তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা, (সব) সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা “কিতমির”–এরও অধিকারী নয়।’ (সুরা ফাতির: ১৩)
আয়াতে ‘কিতমির’ বলতে খেজুরের বীজের ওপরের পাতলা আবরণকে বোঝানো হয়েছে। আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের ক্ষমতার পরিধি বোঝাতে তুচ্ছার্থে এই উপমা ব্যবহার করা হয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেসব ফলের নাম উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে খেজুর অন্যতম। ইসা (আ.)-এর জন্মের সময়ের ঘটনায় আল্লাহ তাআলা মারিয়াম (আ.)-কে উদ্দেশ করে বলেছেন, ‘আর তুমি নিজের দিকে খেজুরগাছের কান্ড নাড়া দাও। তা থেকে তোমার ওপর পাকা খেজুর পড়বে। খেজুরের রয়েছে বহুমুখী উপকারিতা।’ (সুরা মারইয়াম: ২৫)
শুধু খেজুরই নয়, এর বীজের বিভিন্ন অংশের নামও কোরআনে এসেছে। পরকালের সওয়াব, পুরস্কার ও জাহিলি যুগের দেবদেবীর ক্ষমতার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা খেজুর বীজের এসব অংশের নাম উল্লেখ করেছেন। যেমন—
নাকির
খেজুর বীজের পিঠে ক্ষুদ্র একটি বিন্দু থাকে, আরবিতে একে ‘নাকির’ বলা হয়। পবিত্র কোরআনে এই নাকির দিয়ে আল্লাহ তাআলা পরিমাণগত স্বল্পতার উদাহরণ দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘যে পুরুষ বা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রাপ্য “নাকির” পরিমাণও নষ্ট করা হবে না।’ (সুরা নিসা: ১২৪)
এই আয়াতে ‘নাকির’ বলতে খেজুরের বীজের পিঠের ওই ছোট্ট বিন্দু পরিমাণ অংশ বোঝানো হয়েছে।
ফাতিল
খেজুরের বীজের পেটের কাটা অংশের পাতলা সুতাকে আরবিতে ‘ফাতিল’ বলা হয়। এই শব্দ দিয়েও পরকালের সাজার ক্ষেত্রে অতি ছোট বিষয়ের উপমা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব, এরপর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি “ফাতিল” পরিমাণও জুলুম করা হবে না।’ (সুরা বনি ইসরাইল: ৭১)
এই আয়াতে ‘ফাতিল’ বলতে খেজুর বীজের কাটা অংশের সেই সুতাকে বোঝানো হয়েছে। হাশরের মাঠে আল্লাহর বিচারের ধরন কত স্বচ্ছ হবে—সেটি বোঝাতে এই উপমা ব্যবহার করা হয়েছে।
কিতমির
খেজুরের বীজের ওপরে থাকা পাতলা আবরণকে আরবিতে ‘কিতমির’ বলা হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তিনি (আল্লাহ) রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবিষ্ট করেন। সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেন। প্রতিটি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আবর্তন করে। তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা, (সব) সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা “কিতমির”–এরও অধিকারী নয়।’ (সুরা ফাতির: ১৩)
আয়াতে ‘কিতমির’ বলতে খেজুরের বীজের ওপরের পাতলা আবরণকে বোঝানো হয়েছে। আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের ক্ষমতার পরিধি বোঝাতে তুচ্ছার্থে এই উপমা ব্যবহার করা হয়েছে।
সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও মজবুত সম্পর্ক তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন
২ ঘণ্টা আগেএখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
১ দিন আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
২ দিন আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
২ দিন আগে