শামসুল আরেফীন
দুনিয়ার জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কিংবা অপ্রীতিকর কিছু ঘটে গেলে মানুষ যারপরনাই আফসোস করতে থাকে। ঠিক পরকালেও অনেক মানুষ আফসোস করবে। সেসব আফসোসের দৃশ্য বড়ই হৃদয়বিদারক হবে। নিচের কয়েকটি আয়াত থেকে আমরা তা কিছুটা হলেও অনুমান করতে পারি।
১. সেদিন পাপাচারীরা অনুতাপের আগুনে পুড়বে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তারা যখন আজাব দেখবে, তখন তারা অনুতাপ গোপন করবে। আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদের দেওয়া হবে।’ (সুরা সাবা: ৩৩)
২. সেদিন কাফিররা আমলনামা হাতে পাওয়ার পর আফসোস করবে। এরশাদ হয়েছে, ‘এই দিবস (পরকাল) সত্য। যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে (মৃত্যুর আগে) পাঠিয়েছে। আর (সেদিন তা দেখে) কাফিররা বলবে—হায় আফসোস, যদি মাটি হয়ে যেতাম!’ (সুরা নাবা: ৪০)
৩. পাপাচার ও সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে এরশাদ হয়েছে, ‘প্রত্যেক সীমা লঙ্ঘনকারীই—পৃথিবীতে যা কিছু আছে তা যদি তার হতো, তবে সে মুক্তির বিনিময়ে তা দিয়ে দিত; আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন মনস্তাপ গোপন করবে। তাদের মীমাংসা ন্যায়বিচারের সঙ্গে করা হবে এবং কারও প্রতি জুলুম করা হবে না।’ (সুরা ইউনুস: ৫৪)
৪. জীবনকে আল্লাহ প্রদত্ত বিধানানুযায়ী পরিচালিত না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চালানো মানুষের অনুতাপ ও আফসোস সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর সেদিন জালিম (অনুতাপে) নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’ (সুরা ফোরকান: ২৭-২৯)
লেখক: শিক্ষক
দুনিয়ার জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কিংবা অপ্রীতিকর কিছু ঘটে গেলে মানুষ যারপরনাই আফসোস করতে থাকে। ঠিক পরকালেও অনেক মানুষ আফসোস করবে। সেসব আফসোসের দৃশ্য বড়ই হৃদয়বিদারক হবে। নিচের কয়েকটি আয়াত থেকে আমরা তা কিছুটা হলেও অনুমান করতে পারি।
১. সেদিন পাপাচারীরা অনুতাপের আগুনে পুড়বে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তারা যখন আজাব দেখবে, তখন তারা অনুতাপ গোপন করবে। আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদের দেওয়া হবে।’ (সুরা সাবা: ৩৩)
২. সেদিন কাফিররা আমলনামা হাতে পাওয়ার পর আফসোস করবে। এরশাদ হয়েছে, ‘এই দিবস (পরকাল) সত্য। যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে (মৃত্যুর আগে) পাঠিয়েছে। আর (সেদিন তা দেখে) কাফিররা বলবে—হায় আফসোস, যদি মাটি হয়ে যেতাম!’ (সুরা নাবা: ৪০)
৩. পাপাচার ও সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে এরশাদ হয়েছে, ‘প্রত্যেক সীমা লঙ্ঘনকারীই—পৃথিবীতে যা কিছু আছে তা যদি তার হতো, তবে সে মুক্তির বিনিময়ে তা দিয়ে দিত; আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন মনস্তাপ গোপন করবে। তাদের মীমাংসা ন্যায়বিচারের সঙ্গে করা হবে এবং কারও প্রতি জুলুম করা হবে না।’ (সুরা ইউনুস: ৫৪)
৪. জীবনকে আল্লাহ প্রদত্ত বিধানানুযায়ী পরিচালিত না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চালানো মানুষের অনুতাপ ও আফসোস সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর সেদিন জালিম (অনুতাপে) নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’ (সুরা ফোরকান: ২৭-২৯)
লেখক: শিক্ষক
এখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
১ ঘণ্টা আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১ দিন আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১ দিন আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১ দিন আগে