আবরার নাঈম
আরবি সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া, কল্যাণ ইত্যাদি। সালাম ইসলামি অভিবাদনসূচক শব্দ। পাশাপাশি এটি একটি দোয়াও। চেনা-অচেনা যে কারও সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে অভিবাদন জানানো সুন্নত। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হয়।
ভালোবাসার মজবুত বন্ধন গড়ে ওঠে। হৃদয়ে লালিত হিংসা ও বিদ্বেষ দূর হয়। আল্লাহর রাসুল (সা.) সব সময় আগে সালাম দিতেন এবং সাহাবিদেরও আগে সালাম দিতে উদ্বুদ্ধ করতেন।
আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমাদের সালাম করা হয়, তখন তার চেয়ে উত্তম পন্থায় সালাম (জবাব) দাও অথবা উত্তরে তা-ই বলো।
নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণকারী।’ (সুরা নিসা: ৮৬) এখানে আল্লাহ তাআলা সালামের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কেউ ‘আসসালামু আলাইকুম’ বললে উত্তরে একটু বাড়িয়ে ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলা বা সালামে যতটুকু উল্লেখ করা হয়েছে (ওয়ালাইকুমুস সালাম), ঠিক ততটুকুই উল্লেখ করা উচিত।
আগে সালাম দেওয়ার সবচেয়ে বড় ফজিলত হলো, এর মাধ্যমে সালামদাতার মন থেকে অহংকার দূর হয় এবং সে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়। হজরত উমামা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি, যে আগে সালাম দেয়।’ (মিশকাত) অন্য হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘তোমাদের যে আগে সালাম দেবে, সে অহংকারমুক্ত।’ (মিশকাত)
লেখক: শিক্ষার্থী, জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম, ময়মনসিংহ।
আরবি সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া, কল্যাণ ইত্যাদি। সালাম ইসলামি অভিবাদনসূচক শব্দ। পাশাপাশি এটি একটি দোয়াও। চেনা-অচেনা যে কারও সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে অভিবাদন জানানো সুন্নত। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হয়।
ভালোবাসার মজবুত বন্ধন গড়ে ওঠে। হৃদয়ে লালিত হিংসা ও বিদ্বেষ দূর হয়। আল্লাহর রাসুল (সা.) সব সময় আগে সালাম দিতেন এবং সাহাবিদেরও আগে সালাম দিতে উদ্বুদ্ধ করতেন।
আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমাদের সালাম করা হয়, তখন তার চেয়ে উত্তম পন্থায় সালাম (জবাব) দাও অথবা উত্তরে তা-ই বলো।
নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণকারী।’ (সুরা নিসা: ৮৬) এখানে আল্লাহ তাআলা সালামের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কেউ ‘আসসালামু আলাইকুম’ বললে উত্তরে একটু বাড়িয়ে ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলা বা সালামে যতটুকু উল্লেখ করা হয়েছে (ওয়ালাইকুমুস সালাম), ঠিক ততটুকুই উল্লেখ করা উচিত।
আগে সালাম দেওয়ার সবচেয়ে বড় ফজিলত হলো, এর মাধ্যমে সালামদাতার মন থেকে অহংকার দূর হয় এবং সে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়। হজরত উমামা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি, যে আগে সালাম দেয়।’ (মিশকাত) অন্য হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘তোমাদের যে আগে সালাম দেবে, সে অহংকারমুক্ত।’ (মিশকাত)
লেখক: শিক্ষার্থী, জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম, ময়মনসিংহ।
আল্লাহ মানুষকে দুভাবে পরীক্ষা করেন। বিপদ দিয়ে এবং নিয়ামত দিয়ে। নিয়ামতের পরীক্ষা বিপদের পরীক্ষার চেয়ে কঠিন। বিপদের সময় মানুষ আল্লাহর স্মরণ করে; তার সাহায্য প্রার্থনা করে।
৪ ঘণ্টা আগেসমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও মজবুত সম্পর্ক তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন
১ দিন আগেএখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
২ দিন আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৩ দিন আগে