ইসলাম ডেস্ক
পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:
১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।
পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:
১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৮ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
৮ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
৮ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১ দিন আগে