আবদুল আযীয কাসেমি
নামাজ ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের সর্বশ্রেষ্ঠ রোকন হলো সিজদা। কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়। হাদিস শরিফে নবী (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সেজদা অবস্থায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকের সিজদা সঠিকভাবে আদায় হয় না। যেকোনো ইবাদত সুন্নাহসম্মত হওয়া কাম্য। অন্যথায়, সেটা আল্লাহর কাছে যথাযথভাবে গৃহীত হয় না।’
সিজদার সঠিক পদ্ধতি সম্পর্কে ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, ‘আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করার নির্দেশ করা হয়েছে। কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের প্রান্ত।’ (বুখারি ও মুসলিম) হজরত আনাস (রা) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, ‘তোমরা সিজদায় স্বাভাবিক থাকো। বাহুদ্বয়কে কুকুরের মতো ছড়িয়ে দিও না।’ (বুখারি ও মুসলিম) বারা বিন আজিব (রা.) বলেন, নবীজি (সা) বলেন, ‘যখন তুমি সেজদা করবে, হাতের তালু মাটিতে রাখবে এবং কনুই উঠিয়ে রাখবে।’ (অর্থাৎ মাটিতে রাখবে না।)
(মুসলিম) মাইমুনা (রা.) বলেন, নবী (সা.) যখন সিজদা করতেন, তখন দুই হাতের মাঝখানে এই পরিমাণ জায়গা ফাঁকা রাখতেন যেন ছোট্ট কোনো ছাগলছানা দুই হাতের নিচ দিয়ে অতিক্রম করতে পারে।’ (আবু দাউদ) মুসলিম শরিফের বর্ণনায় নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা যাওয়ার কথাও রয়েছে।
আমরা প্রায়ই সিজদার সময় একটি ভুল করে থাকি। কনুইসহ উভয় হাতকে মাটির সঙ্গে মিশিয়ে রাখি। অথবা খুব সামান্য ফাঁকা রাখি।অথচ হাদিসের ভাষ্য থেকে পরিষ্কার বোঝা যায়, মাটি থেকে হাত এ পরিমাণ দূরত্বে থাকতে হবে যেন সেখানে কোনো ছাগলছানা অতিক্রম করতে পারে। তবে মনে রাখতে হবে, যখন মুসল্লিদের ভিড় বেশি হবে, তখন এভাবে হাত রাখলে মানুষের কষ্ট হতে পারে, তাই সে ক্ষেত্রে খানিকটা মিলিয়ে রাখার অবকাশ আছে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
নামাজ ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের সর্বশ্রেষ্ঠ রোকন হলো সিজদা। কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়। হাদিস শরিফে নবী (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সেজদা অবস্থায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকের সিজদা সঠিকভাবে আদায় হয় না। যেকোনো ইবাদত সুন্নাহসম্মত হওয়া কাম্য। অন্যথায়, সেটা আল্লাহর কাছে যথাযথভাবে গৃহীত হয় না।’
সিজদার সঠিক পদ্ধতি সম্পর্কে ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, ‘আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করার নির্দেশ করা হয়েছে। কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের প্রান্ত।’ (বুখারি ও মুসলিম) হজরত আনাস (রা) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, ‘তোমরা সিজদায় স্বাভাবিক থাকো। বাহুদ্বয়কে কুকুরের মতো ছড়িয়ে দিও না।’ (বুখারি ও মুসলিম) বারা বিন আজিব (রা.) বলেন, নবীজি (সা) বলেন, ‘যখন তুমি সেজদা করবে, হাতের তালু মাটিতে রাখবে এবং কনুই উঠিয়ে রাখবে।’ (অর্থাৎ মাটিতে রাখবে না।)
(মুসলিম) মাইমুনা (রা.) বলেন, নবী (সা.) যখন সিজদা করতেন, তখন দুই হাতের মাঝখানে এই পরিমাণ জায়গা ফাঁকা রাখতেন যেন ছোট্ট কোনো ছাগলছানা দুই হাতের নিচ দিয়ে অতিক্রম করতে পারে।’ (আবু দাউদ) মুসলিম শরিফের বর্ণনায় নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা যাওয়ার কথাও রয়েছে।
আমরা প্রায়ই সিজদার সময় একটি ভুল করে থাকি। কনুইসহ উভয় হাতকে মাটির সঙ্গে মিশিয়ে রাখি। অথবা খুব সামান্য ফাঁকা রাখি।অথচ হাদিসের ভাষ্য থেকে পরিষ্কার বোঝা যায়, মাটি থেকে হাত এ পরিমাণ দূরত্বে থাকতে হবে যেন সেখানে কোনো ছাগলছানা অতিক্রম করতে পারে। তবে মনে রাখতে হবে, যখন মুসল্লিদের ভিড় বেশি হবে, তখন এভাবে হাত রাখলে মানুষের কষ্ট হতে পারে, তাই সে ক্ষেত্রে খানিকটা মিলিয়ে রাখার অবকাশ আছে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১৫ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১৫ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১৫ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে