আবরার নাঈম
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এ সম্মান আল্লাহ প্রদত্ত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি আদম সন্তানদের মর্যাদা দিয়েছি।’ (সুরা ইসরা: ৭০) অন্য সৃষ্টিজীবের ওপর মর্যাদাদানের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টিও করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।’ (সুরা তিন: ৪)
কিন্তু কিছু মানুষ আল্লাহর দেওয়া সৌন্দর্যে সন্তুষ্ট হতে পারে না, কৃত্রিম উপায়ে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরিবর্তন করে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করে। যেমন ভ্রু উপড়ে ফেলা, শরীরে উল্কি বা ট্যাঁটু আঁকা ইত্যাদি। এসব কাজ ইসলামে হারাম। রাসুল (সা.) এদের লানত করেছেন।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সৌন্দর্য বাড়ানোর জন্য যে নারী উল্কি আঁকে ও আঁকায়, যে নারী ভ্রু উপড়ে ফেলে এবং যে নারী দাঁত কেটে চিকন করে দাঁতের মাঝখানে ফাঁক করে, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে রূপান্তর ঘটে, এদের ওপর আল্লাহ অভিশাপ বর্ষণ করুন। আমি কেন তার ওপর অভিশাপ করব না, যাদের ওপর আল্লাহর রাসুল অভিশাপ করেছেন এবং মহান আল্লাহর কিতাবেই তা বিদ্যমান আছে।’ (বুখারি: ৫৯৪৮)
কৃত্রিম চুল লাগানোও নিষেধ। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী, উল্কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন। (বুখারি: ৫৯৪৭)
আল্লাহ তাআলা নারী-পুরুষের শারীরিক গঠন আকৃতিতে ভিন্নতা দিয়েছেন। পোশাকে রয়েছে ভিন্নতা। তবে কিছু কিছু মানুষ কথাবার্তা, কাজকর্মে এমনকি পোশাকের ক্ষেত্রেও বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বন করে। হাদিসের ভাষায় এসব অভিশপ্ত কাজ। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) ওসব পুরুষকে লানত করেছেন, যারা নারীর বেশ ধরে এবং ওসব নারীকে, যারা পুরুষের বেশ ধরে।’ (বুখারি: ৫৮৮৫)
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এ সম্মান আল্লাহ প্রদত্ত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি আদম সন্তানদের মর্যাদা দিয়েছি।’ (সুরা ইসরা: ৭০) অন্য সৃষ্টিজীবের ওপর মর্যাদাদানের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টিও করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।’ (সুরা তিন: ৪)
কিন্তু কিছু মানুষ আল্লাহর দেওয়া সৌন্দর্যে সন্তুষ্ট হতে পারে না, কৃত্রিম উপায়ে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরিবর্তন করে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করে। যেমন ভ্রু উপড়ে ফেলা, শরীরে উল্কি বা ট্যাঁটু আঁকা ইত্যাদি। এসব কাজ ইসলামে হারাম। রাসুল (সা.) এদের লানত করেছেন।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সৌন্দর্য বাড়ানোর জন্য যে নারী উল্কি আঁকে ও আঁকায়, যে নারী ভ্রু উপড়ে ফেলে এবং যে নারী দাঁত কেটে চিকন করে দাঁতের মাঝখানে ফাঁক করে, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে রূপান্তর ঘটে, এদের ওপর আল্লাহ অভিশাপ বর্ষণ করুন। আমি কেন তার ওপর অভিশাপ করব না, যাদের ওপর আল্লাহর রাসুল অভিশাপ করেছেন এবং মহান আল্লাহর কিতাবেই তা বিদ্যমান আছে।’ (বুখারি: ৫৯৪৮)
কৃত্রিম চুল লাগানোও নিষেধ। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী, উল্কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন। (বুখারি: ৫৯৪৭)
আল্লাহ তাআলা নারী-পুরুষের শারীরিক গঠন আকৃতিতে ভিন্নতা দিয়েছেন। পোশাকে রয়েছে ভিন্নতা। তবে কিছু কিছু মানুষ কথাবার্তা, কাজকর্মে এমনকি পোশাকের ক্ষেত্রেও বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বন করে। হাদিসের ভাষায় এসব অভিশপ্ত কাজ। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) ওসব পুরুষকে লানত করেছেন, যারা নারীর বেশ ধরে এবং ওসব নারীকে, যারা পুরুষের বেশ ধরে।’ (বুখারি: ৫৮৮৫)
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১৭ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১৭ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১৭ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে