প্রশ্ন: মসজিদের নকশা ও অলংকরণের ক্ষেত্রে ইসলামের কোনো নীতি আছে কি? ইসলামি শরিয়তের আলোকে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।
হামিম শাহেদ, চট্টগ্রাম
প্রশ্ন: মসজিদ ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদের প্রতি সম্মান প্রদর্শন মুমিনের আবশ্যকীয় কর্তব্য। মুসলিম সমাজে মসজিদকে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে গণ্য করা হয়। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় প্রাথমিকভাবে খেজুরপাতার ছাউনি ও কাঁচা ইট দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল। খোলাফায়ে রাশেদিনের আমলে যদিও মসজিদে নববির পরিধি বাড়ানো হয়েছে এবং মসজিদ পাকাও করা হয়েছে; তবে তাতে কোনো ধরনের কারুকার্য করা হয়নি।
ইসলামের ইতিহাসে প্রথম যিনি মসজিদ অলংকরণের সূচনা করেছেন, তিনি হলেন উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালিক।সেকালের ইসলামি পণ্ডিতগণ বিষয়টিকে অপছন্দ করলেও বিশৃঙ্খলার ভয়ে কিছু বলেননি। মূলত মসজিদ অলংকরণ বিষয়ে নিরুৎসাহমূলক কিছু হাদিস এসেছে। তাই তাঁরা বিষয়টিকে ভালো চোখে দেখেননি। এক হাদিসে নবী (সা.) বলেন, ‘আমাকে মসজিদ অলংকরণের নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু একটা সময় আসবে, যখন তোমরা ইহুদি-খ্রিষ্টানদের মতো মসজিদকে অনেক বেশি কারুকার্যখচিত করবে।’ (ইবনে হিব্বান: ৪/ ৭০)
মসজিদ অলংকরণে অতিরঞ্জনকে কিয়ামতের আলামত হিসেবে আখ্যা দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেন, ‘একটা সময় আসবে, যখন মানুষ নিজেদের মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করবে; কিন্তু মসজিদকে তারা নিজেদের ভালো কাজের মাধ্যমে সমৃদ্ধ করবে না।’ (বুখারি) আরেক হাদিসে নবী (সা.) এরশাদ করেন, ‘তত দিন কিয়ামত সংঘটিত হবে না, যত দিন না এমন একটা সময় আসবে, যখন মানুষ মসজিদ নিয়ে একে অন্যের ওপর গর্ববোধ করবে।’ (মুসনাদে আহমাদ)
ঐতিহাসিকগণ বলেন, বিখ্যাত উমাইয়া খলিফা ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) চেয়েছিলেন, উমাইয়া খলিফা ওয়ালিদ কর্তৃক নির্মিত দামেস্কের সুদৃশ্য জামে মসজিদটি ভেঙে নতুন করে স্বাভাবিকভাবে তা নির্মাণ করবেন। কিন্তু একদিন লক্ষ করলেন, এক খ্রিষ্টান আগন্তুক মসজিদের সৌন্দর্য দেখে হিংসায় জ্বলছে। তখন তিনি নিজের ইচ্ছা পরিত্যাগ করেন।
এসব হাদিস ও কর্মপন্থা সামনে রেখে ইসলামি আইনবিদ ও পণ্ডিতগণ বলেন, মসজিদ নির্মাণ ও অলংকরণের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখতে হবে। যথা—
উত্তর দিয়েছেন, আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
প্রশ্ন: মসজিদের নকশা ও অলংকরণের ক্ষেত্রে ইসলামের কোনো নীতি আছে কি? ইসলামি শরিয়তের আলোকে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।
হামিম শাহেদ, চট্টগ্রাম
প্রশ্ন: মসজিদ ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদের প্রতি সম্মান প্রদর্শন মুমিনের আবশ্যকীয় কর্তব্য। মুসলিম সমাজে মসজিদকে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে গণ্য করা হয়। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় প্রাথমিকভাবে খেজুরপাতার ছাউনি ও কাঁচা ইট দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল। খোলাফায়ে রাশেদিনের আমলে যদিও মসজিদে নববির পরিধি বাড়ানো হয়েছে এবং মসজিদ পাকাও করা হয়েছে; তবে তাতে কোনো ধরনের কারুকার্য করা হয়নি।
ইসলামের ইতিহাসে প্রথম যিনি মসজিদ অলংকরণের সূচনা করেছেন, তিনি হলেন উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালিক।সেকালের ইসলামি পণ্ডিতগণ বিষয়টিকে অপছন্দ করলেও বিশৃঙ্খলার ভয়ে কিছু বলেননি। মূলত মসজিদ অলংকরণ বিষয়ে নিরুৎসাহমূলক কিছু হাদিস এসেছে। তাই তাঁরা বিষয়টিকে ভালো চোখে দেখেননি। এক হাদিসে নবী (সা.) বলেন, ‘আমাকে মসজিদ অলংকরণের নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু একটা সময় আসবে, যখন তোমরা ইহুদি-খ্রিষ্টানদের মতো মসজিদকে অনেক বেশি কারুকার্যখচিত করবে।’ (ইবনে হিব্বান: ৪/ ৭০)
মসজিদ অলংকরণে অতিরঞ্জনকে কিয়ামতের আলামত হিসেবে আখ্যা দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেন, ‘একটা সময় আসবে, যখন মানুষ নিজেদের মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করবে; কিন্তু মসজিদকে তারা নিজেদের ভালো কাজের মাধ্যমে সমৃদ্ধ করবে না।’ (বুখারি) আরেক হাদিসে নবী (সা.) এরশাদ করেন, ‘তত দিন কিয়ামত সংঘটিত হবে না, যত দিন না এমন একটা সময় আসবে, যখন মানুষ মসজিদ নিয়ে একে অন্যের ওপর গর্ববোধ করবে।’ (মুসনাদে আহমাদ)
ঐতিহাসিকগণ বলেন, বিখ্যাত উমাইয়া খলিফা ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) চেয়েছিলেন, উমাইয়া খলিফা ওয়ালিদ কর্তৃক নির্মিত দামেস্কের সুদৃশ্য জামে মসজিদটি ভেঙে নতুন করে স্বাভাবিকভাবে তা নির্মাণ করবেন। কিন্তু একদিন লক্ষ করলেন, এক খ্রিষ্টান আগন্তুক মসজিদের সৌন্দর্য দেখে হিংসায় জ্বলছে। তখন তিনি নিজের ইচ্ছা পরিত্যাগ করেন।
এসব হাদিস ও কর্মপন্থা সামনে রেখে ইসলামি আইনবিদ ও পণ্ডিতগণ বলেন, মসজিদ নির্মাণ ও অলংকরণের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখতে হবে। যথা—
উত্তর দিয়েছেন, আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও মজবুত সম্পর্ক তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন
৯ ঘণ্টা আগেএখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
১ দিন আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
২ দিন আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
২ দিন আগে