অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার কয়েক দিন আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিসর। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকল। বুধবার হাউস অব রিপ্রেজেনটেটিভসে আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। তবে এই যুদ্ধ শুরুর তিন দিন আগেই মিসর ইসরায়েলকে সতর্ক করেছিল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলে হামাসের হামলার বিষয়টি উল্লেখ করে মাইকেল ম্যাকল বলেন, ‘আমরা জানি, ঘটনার তিন দিন আগেই মিসর ইসরায়েলকে জানিয়েছিল এমন একটা কিছু ঘটতে যাচ্ছে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে ম্যাকলসহ সংশ্লিষ্ট আইনপ্রণেতারা বিভিন্ন গোয়েন্দা তথ্যের রুদ্ধদ্বার পর্যালোচনা করেন।
টেক্সাস থেকে নির্বাচিত এই রিপাবলিকান আইনপ্রণেতা আরও বলেন, ‘এই মুহূর্তে আমি বিষয়টির গভীরে যাব না, কিন্তু আমরা জানি (ইসরায়েলকে) সতর্ক করা হয়েছিল। আমার প্রশ্ন হলো, কোন মাত্রায় সতর্ক করা হয়েছিল?’
এদিকে মিসরীয় এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে বলেছেন, গাজা থেকে ইসরায়েলে বড় ধরনের কিছু একটা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে—এ বিষয়ে কায়রো তেল আবিবকে বারবার সতর্ক করেছে।
ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাদের সতর্ক করে বলেছিলাম, সামনে বিস্ফোরক একটি পরিস্থিতি আসতে যাচ্ছে এবং এটি হবে খুবই বড় একটি ঘটনা। কিন্তু তারা আমাদের এই সতর্কতাকে পাত্তা দেয়নি।’ তিনি বলেছেন, পশ্চিম তীরকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ইসরায়েলি কর্মকর্তারা গাজাকে খুব ছোট করে দেখছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনে দাবিকে উড়িয়ে দিয়েছেন। তিনি এ ধরনের দাবিকে ‘চূড়ান্ত মিথ্যা’ ও সম্পূর্ণ বানোয়াট সংবাদ বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো পক্ষ থেকে হামলার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাঠানো হয়নি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার কয়েক দিন আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিসর। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকল। বুধবার হাউস অব রিপ্রেজেনটেটিভসে আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। তবে এই যুদ্ধ শুরুর তিন দিন আগেই মিসর ইসরায়েলকে সতর্ক করেছিল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলে হামাসের হামলার বিষয়টি উল্লেখ করে মাইকেল ম্যাকল বলেন, ‘আমরা জানি, ঘটনার তিন দিন আগেই মিসর ইসরায়েলকে জানিয়েছিল এমন একটা কিছু ঘটতে যাচ্ছে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে ম্যাকলসহ সংশ্লিষ্ট আইনপ্রণেতারা বিভিন্ন গোয়েন্দা তথ্যের রুদ্ধদ্বার পর্যালোচনা করেন।
টেক্সাস থেকে নির্বাচিত এই রিপাবলিকান আইনপ্রণেতা আরও বলেন, ‘এই মুহূর্তে আমি বিষয়টির গভীরে যাব না, কিন্তু আমরা জানি (ইসরায়েলকে) সতর্ক করা হয়েছিল। আমার প্রশ্ন হলো, কোন মাত্রায় সতর্ক করা হয়েছিল?’
এদিকে মিসরীয় এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে বলেছেন, গাজা থেকে ইসরায়েলে বড় ধরনের কিছু একটা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে—এ বিষয়ে কায়রো তেল আবিবকে বারবার সতর্ক করেছে।
ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাদের সতর্ক করে বলেছিলাম, সামনে বিস্ফোরক একটি পরিস্থিতি আসতে যাচ্ছে এবং এটি হবে খুবই বড় একটি ঘটনা। কিন্তু তারা আমাদের এই সতর্কতাকে পাত্তা দেয়নি।’ তিনি বলেছেন, পশ্চিম তীরকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ইসরায়েলি কর্মকর্তারা গাজাকে খুব ছোট করে দেখছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনে দাবিকে উড়িয়ে দিয়েছেন। তিনি এ ধরনের দাবিকে ‘চূড়ান্ত মিথ্যা’ ও সম্পূর্ণ বানোয়াট সংবাদ বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো পক্ষ থেকে হামলার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাঠানো হয়নি।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৫ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১০ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে