অনলাইন ডেস্ক
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের একটি পাতাল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী সিএনএনকে জানান, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৪ অ্যাভিনিউ এবং ৩৬ স্ট্রিটের নিকটস্থ পাতাল স্টেশনটি এবং সেখানে ঘটনার সময় আগত ট্রেনটি অফিসগামী মানুষে ভর্তি মানুষ ছিল। ঘটনার সময় ওই ট্রেনের একটি বগিতে প্রায় ৪০ / ৫০ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় কিছুই যখন দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী ওই বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে, পাঁচজন সরাসরি গুলিবিদ্ধ হন। নিমেষেই রক্তাক্ত হয়ে যায় বগিটির বিভিন্ন স্থান। প্রাণের ভয়ে যাত্রীরা ধোঁয়ার মধ্যেই ছোটাছুটি করতে থাকে। এ সময়, আরও কয়েক জন আহত হন।
ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ভেতর থেকে কাউকে বেরোতে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় গ্যাস মাস্ক এবং শ্রমিকের ভেস্ট পরা এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই।
নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের একটি পাতাল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী সিএনএনকে জানান, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৪ অ্যাভিনিউ এবং ৩৬ স্ট্রিটের নিকটস্থ পাতাল স্টেশনটি এবং সেখানে ঘটনার সময় আগত ট্রেনটি অফিসগামী মানুষে ভর্তি মানুষ ছিল। ঘটনার সময় ওই ট্রেনের একটি বগিতে প্রায় ৪০ / ৫০ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় কিছুই যখন দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী ওই বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে, পাঁচজন সরাসরি গুলিবিদ্ধ হন। নিমেষেই রক্তাক্ত হয়ে যায় বগিটির বিভিন্ন স্থান। প্রাণের ভয়ে যাত্রীরা ধোঁয়ার মধ্যেই ছোটাছুটি করতে থাকে। এ সময়, আরও কয়েক জন আহত হন।
ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ভেতর থেকে কাউকে বেরোতে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় গ্যাস মাস্ক এবং শ্রমিকের ভেস্ট পরা এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই।
নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে