অনলাইন ডেস্ক
প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর আজ মঙ্গলবার অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলন শেষ করে গত রোববারই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বহনকারী বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ভারতে আটকে যান তিনি।
জানা গেছে, বিমানের ত্রুটি সারার অপেক্ষায় বাধ্য হয়েই ভারতে অবস্থান করতে হয়েছে ট্রুডোকে। এই সময়টুকু তিনি হোটেলেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী বড় ছেলে জেভিয়ার। ছেলের সঙ্গেই গল্প-গুজব করে ট্রুডোর সময় কেটেছে।
অবাক করা বিষয় হলো, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লির হোটেলে আটকে থাকা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি। জাস্টিন ট্রুডোও হোটেল থেকে বের হননি।
জি-২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ভারতে পা রাখা ট্রুডোকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হোটেলে অবস্থান করা ট্রুডোর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে শুধু স্বাগত জানাতেই যেতে বলা হয়েছিল। আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অতিথির বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সত্যিকার অর্থেই ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। অথচ ২০১৮ সালে ভারতে সস্ত্রীক দারুণ সময় কাটিয়েছিলেন এই প্রধানমন্ত্রী।
এবার জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রুডো। বৈঠকে ভারতের পক্ষ থেকে কানাডায় খলিস্তানিদের ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে জাস্টিন ট্রুডো বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি বলে জানা গেছে। তিনি মূলত বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।
প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর আজ মঙ্গলবার অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলন শেষ করে গত রোববারই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বহনকারী বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ভারতে আটকে যান তিনি।
জানা গেছে, বিমানের ত্রুটি সারার অপেক্ষায় বাধ্য হয়েই ভারতে অবস্থান করতে হয়েছে ট্রুডোকে। এই সময়টুকু তিনি হোটেলেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী বড় ছেলে জেভিয়ার। ছেলের সঙ্গেই গল্প-গুজব করে ট্রুডোর সময় কেটেছে।
অবাক করা বিষয় হলো, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লির হোটেলে আটকে থাকা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি। জাস্টিন ট্রুডোও হোটেল থেকে বের হননি।
জি-২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ভারতে পা রাখা ট্রুডোকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হোটেলে অবস্থান করা ট্রুডোর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে শুধু স্বাগত জানাতেই যেতে বলা হয়েছিল। আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অতিথির বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সত্যিকার অর্থেই ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। অথচ ২০১৮ সালে ভারতে সস্ত্রীক দারুণ সময় কাটিয়েছিলেন এই প্রধানমন্ত্রী।
এবার জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রুডো। বৈঠকে ভারতের পক্ষ থেকে কানাডায় খলিস্তানিদের ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে জাস্টিন ট্রুডো বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি বলে জানা গেছে। তিনি মূলত বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২৫ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে