অনলাইন ডেস্ক
দীর্ঘ কানাঘুষা ও প্রতীক্ষার পর মুখোমুখি বিতর্ক করতে সম্মত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তাঁরা এ সম্মতি দিয়ে জানান, আগামী ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর পৃথক দুটি বিতর্কে অংশ নেবেন এ দুই প্রৌঢ় মার্কিন রাজনীতিক।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বলা হচ্ছে, আগামী নির্বাচনে হোয়াইট হাউসের মসনদ কার দখলে যাবে, তার নির্ধারক হতে পারে অনুষ্ঠেয় বিতর্ক দুটি।
এ নিয়ে বাইডেন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেন, ‘আপনি (ট্রাম্প) বললে যেকোনো জায়গায়, যেকোনো সময়।’
অপর দিকে, ট্রাম্প বাইডেনকে নিজের দেখা ‘সবচেয়ে খারাপ বিতার্কিক’ বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলেন, ‘প্রস্তাবিত জুন ও সেপ্টেম্বরে বিতর্ক দুটির জন্য আমি প্রস্তুত।’
সিএনএনের ওয়ার্নার ব্রোস ডিসকভারি বিভাগ জানিয়েছে, ‘প্রথম বিতর্কটি গণমাধ্যমটির আটলান্টা স্টুডিওতে অনুষ্ঠিত হবে। এতে উপস্থাপনা করবেন জ্যাক ট্যাপার ও ডানা ব্যাশ। তবে এ সময় সেখানে কোনো দর্শক-শ্রোতা উপস্থিত থাকবেন না।
এরই মধ্যে, গণমাধ্যম এবিসি থেকেও আমন্ত্রণ গ্রহণ করেছেন বাইডেন-ট্রাম্প। ১০ সেপ্টেম্বরে হতে যাওয়া দ্বিতীয় বিতর্কের আয়োজনের পাশাপাশি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের পর জুলাইয়ে পৃথক ভাইস প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তাব দিয়েছে এবিসি নিউজ।
বিতর্ক নিয়ে উভয় প্রার্থী ভিন্ন ভিন্ন শর্ত দিয়েছেন। ট্রাম্প চাইছেন, বড় হলরুমে বিতর্ক হোক, তাতে এটি অনেক বেশি প্রাণবন্ত হবে। তিনি দুইয়ের বেশি বিতর্কে অংশ নেওয়ার আগ্রহও দেখিয়েছেন। অপর দিকে বাইডেনের চাওয়া, কঠোর নিরাপত্তার মধ্যে ঝামেলাহীন পরিবেশে এ বিতর্ক হোক।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র এক্সে নতুন এক পোস্টে দাবি করেছেন, ২০ জুনের আগে তিনি সিএনএন আয়োজিত প্রথম বিতর্কে অংশ নেওয়ার সব শর্ত পূরণ করবেন। তবে বিতর্কে প্রার্থী হিসেবে উত্তীর্ণ হবেন কি না তা এখনো অনিশ্চিত।
সিএনএনের শর্ত অনুযায়ী, বিতর্কে অংশ নেওয়া প্রার্থীদের ২৭০ ইলেক্টোরাল ভোট এবং রাষ্ট্রীয় ব্যালটে ভোটার উপস্থিতির পাশাপাশি জাতীয় নির্বাচনের কমপক্ষে ১৫ শতাংশ ভোট পেতে হবে। এদিকে রয়টার্সের নতুন এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের মাত্র ১৩ শতাংশ কেনেডিকে ভোট দিতে পারে।
এর আগে, কেনেডি বলেছিলেন, ‘বাইডেন ও ট্রাম্প আমাকে তাঁদের বিতর্ক থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কারণ, তাঁরা ভয় পাচ্ছে যে আমি জিতব।’
বিতর্ক দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যা ১০ লাখ দর্শক সরাসরি দেখতে পারবেন। দুই প্রার্থীর জন্য এই বিতর্ক ঝুঁকিপূর্ণ হলেও ভোটারদের কাছ থেকে প্রতিযোগিতার মাধ্যমে ভোট পেতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে বাইডেনের সহযোগীরা মনে করেন, এই বিতর্ক দুটির মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পাবে। এর সঙ্গে গর্ভপাত ইস্যুতে ট্রাম্পের মনোভাব প্রকাশের পর সংঘাত সৃষ্টি করতে পারে।
অপর দিকে, ট্রাম্পের সহযোগীরা বলেছেন, ৮১ বছর বয়সী বাইডেনের বয়স ভোটারদের উদ্বেগকে বাড়িয়ে তুলবে। এ সময় ট্রাম্পের বয়স হবে ৭৮।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের নর্থ সাউদান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যালান শ্রোডার বলেছেন, ‘বয়সের কারণে উভয় প্রার্থীই আগের চেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন। কেননা বিতর্ক এমন এক মুহূর্ত, যেখানে অংশগ্রহণকারীদের নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না।’
দীর্ঘ কানাঘুষা ও প্রতীক্ষার পর মুখোমুখি বিতর্ক করতে সম্মত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তাঁরা এ সম্মতি দিয়ে জানান, আগামী ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর পৃথক দুটি বিতর্কে অংশ নেবেন এ দুই প্রৌঢ় মার্কিন রাজনীতিক।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বলা হচ্ছে, আগামী নির্বাচনে হোয়াইট হাউসের মসনদ কার দখলে যাবে, তার নির্ধারক হতে পারে অনুষ্ঠেয় বিতর্ক দুটি।
এ নিয়ে বাইডেন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেন, ‘আপনি (ট্রাম্প) বললে যেকোনো জায়গায়, যেকোনো সময়।’
অপর দিকে, ট্রাম্প বাইডেনকে নিজের দেখা ‘সবচেয়ে খারাপ বিতার্কিক’ বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলেন, ‘প্রস্তাবিত জুন ও সেপ্টেম্বরে বিতর্ক দুটির জন্য আমি প্রস্তুত।’
সিএনএনের ওয়ার্নার ব্রোস ডিসকভারি বিভাগ জানিয়েছে, ‘প্রথম বিতর্কটি গণমাধ্যমটির আটলান্টা স্টুডিওতে অনুষ্ঠিত হবে। এতে উপস্থাপনা করবেন জ্যাক ট্যাপার ও ডানা ব্যাশ। তবে এ সময় সেখানে কোনো দর্শক-শ্রোতা উপস্থিত থাকবেন না।
এরই মধ্যে, গণমাধ্যম এবিসি থেকেও আমন্ত্রণ গ্রহণ করেছেন বাইডেন-ট্রাম্প। ১০ সেপ্টেম্বরে হতে যাওয়া দ্বিতীয় বিতর্কের আয়োজনের পাশাপাশি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের পর জুলাইয়ে পৃথক ভাইস প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তাব দিয়েছে এবিসি নিউজ।
বিতর্ক নিয়ে উভয় প্রার্থী ভিন্ন ভিন্ন শর্ত দিয়েছেন। ট্রাম্প চাইছেন, বড় হলরুমে বিতর্ক হোক, তাতে এটি অনেক বেশি প্রাণবন্ত হবে। তিনি দুইয়ের বেশি বিতর্কে অংশ নেওয়ার আগ্রহও দেখিয়েছেন। অপর দিকে বাইডেনের চাওয়া, কঠোর নিরাপত্তার মধ্যে ঝামেলাহীন পরিবেশে এ বিতর্ক হোক।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র এক্সে নতুন এক পোস্টে দাবি করেছেন, ২০ জুনের আগে তিনি সিএনএন আয়োজিত প্রথম বিতর্কে অংশ নেওয়ার সব শর্ত পূরণ করবেন। তবে বিতর্কে প্রার্থী হিসেবে উত্তীর্ণ হবেন কি না তা এখনো অনিশ্চিত।
সিএনএনের শর্ত অনুযায়ী, বিতর্কে অংশ নেওয়া প্রার্থীদের ২৭০ ইলেক্টোরাল ভোট এবং রাষ্ট্রীয় ব্যালটে ভোটার উপস্থিতির পাশাপাশি জাতীয় নির্বাচনের কমপক্ষে ১৫ শতাংশ ভোট পেতে হবে। এদিকে রয়টার্সের নতুন এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের মাত্র ১৩ শতাংশ কেনেডিকে ভোট দিতে পারে।
এর আগে, কেনেডি বলেছিলেন, ‘বাইডেন ও ট্রাম্প আমাকে তাঁদের বিতর্ক থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কারণ, তাঁরা ভয় পাচ্ছে যে আমি জিতব।’
বিতর্ক দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যা ১০ লাখ দর্শক সরাসরি দেখতে পারবেন। দুই প্রার্থীর জন্য এই বিতর্ক ঝুঁকিপূর্ণ হলেও ভোটারদের কাছ থেকে প্রতিযোগিতার মাধ্যমে ভোট পেতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে বাইডেনের সহযোগীরা মনে করেন, এই বিতর্ক দুটির মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পাবে। এর সঙ্গে গর্ভপাত ইস্যুতে ট্রাম্পের মনোভাব প্রকাশের পর সংঘাত সৃষ্টি করতে পারে।
অপর দিকে, ট্রাম্পের সহযোগীরা বলেছেন, ৮১ বছর বয়সী বাইডেনের বয়স ভোটারদের উদ্বেগকে বাড়িয়ে তুলবে। এ সময় ট্রাম্পের বয়স হবে ৭৮।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের নর্থ সাউদান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যালান শ্রোডার বলেছেন, ‘বয়সের কারণে উভয় প্রার্থীই আগের চেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন। কেননা বিতর্ক এমন এক মুহূর্ত, যেখানে অংশগ্রহণকারীদের নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না।’
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩৭ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে