অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ৬২ শতাংশ মার্কিন ভোটার। সাম্প্রতিক জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউজউইক।
জরিপকারী সংস্থা ইউগভ পরিচালিত সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারীদের ৬২ শতাংশই জানিয়েছেন, তাঁরা পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতা হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটদের ৪৬ শতাংশই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর গভীর না হলেও একই প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে রিপাবলিকান ভোটারদের মধ্যে উদ্বেগ তুলনামূলক কম। জরিপে অংশ নেওয়া রিপাবলিকান ভোটারদের ১৬ শতাংশ গভীর উদ্বেগ ও ২৫ শতাংশ মোটামুটি উদ্বেগ প্রকাশ করেছেন এ প্রশ্নে। আর নিরপেক্ষদের মধ্যে ৫৭ শতাংশ এ প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পরিচালিত এ জরিপে অংশ নিয়েছে ১ হাজার মার্কিন ভোটার। এ বিষয়ে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, অ্যামহার্স্টের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও জরিপ কার্যক্রমের সহযোগী পরিচালক রেমন্ড লা রাজা বলেন, ‘গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলার বড় ও দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে মার্কিন ভোটারদের ওপর। আমাদের জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে তিনজন নির্বাচনে সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন। এ ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগের মাত্রা অনেক বেশি।’
প্রসঙ্গত, কিছুদিন আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে কয়েকজন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অস্থিতিশীলতার শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা তাঁদের প্রতিবেদনে সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা রয়েছে।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই মন্তব্য প্রতিবেদনটি লেখেন সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পল ডি ইটন ও অ্যান্টোনিও এম ট্যাগুবা এবং ব্রিগেডিয়ার জেনারেল স্টিভেন এম অ্যান্ডারসন। তাঁরা ‘গৃহযুদ্ধের’ শঙ্কা প্রকাশ করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। যদিও তাঁদের এই উদ্বেগ ও শঙ্কাকে এখনো অতটা গুরুত্ব দেওয়া হয়নি প্রশাসনের দিক থেকে।
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ৬২ শতাংশ মার্কিন ভোটার। সাম্প্রতিক জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউজউইক।
জরিপকারী সংস্থা ইউগভ পরিচালিত সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারীদের ৬২ শতাংশই জানিয়েছেন, তাঁরা পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতা হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটদের ৪৬ শতাংশই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর গভীর না হলেও একই প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে রিপাবলিকান ভোটারদের মধ্যে উদ্বেগ তুলনামূলক কম। জরিপে অংশ নেওয়া রিপাবলিকান ভোটারদের ১৬ শতাংশ গভীর উদ্বেগ ও ২৫ শতাংশ মোটামুটি উদ্বেগ প্রকাশ করেছেন এ প্রশ্নে। আর নিরপেক্ষদের মধ্যে ৫৭ শতাংশ এ প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পরিচালিত এ জরিপে অংশ নিয়েছে ১ হাজার মার্কিন ভোটার। এ বিষয়ে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, অ্যামহার্স্টের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও জরিপ কার্যক্রমের সহযোগী পরিচালক রেমন্ড লা রাজা বলেন, ‘গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলার বড় ও দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে মার্কিন ভোটারদের ওপর। আমাদের জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে তিনজন নির্বাচনে সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন। এ ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগের মাত্রা অনেক বেশি।’
প্রসঙ্গত, কিছুদিন আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে কয়েকজন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অস্থিতিশীলতার শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা তাঁদের প্রতিবেদনে সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা রয়েছে।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই মন্তব্য প্রতিবেদনটি লেখেন সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পল ডি ইটন ও অ্যান্টোনিও এম ট্যাগুবা এবং ব্রিগেডিয়ার জেনারেল স্টিভেন এম অ্যান্ডারসন। তাঁরা ‘গৃহযুদ্ধের’ শঙ্কা প্রকাশ করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। যদিও তাঁদের এই উদ্বেগ ও শঙ্কাকে এখনো অতটা গুরুত্ব দেওয়া হয়নি প্রশাসনের দিক থেকে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে