অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস প্যানেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সমন জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পকে সম্বোধন করে একটি নথিতে বলা হয়েছে, আপনিই প্রথম এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচন বানচাল করার চেষ্টার কেন্দ্রে ছিলেন। এতে আরও বলা হয়েছে, আপনি জানতেন, এ ধরনের কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।
ট্রাম্পের একজন আইনজীবী কমিটিতে থাকা আইনপ্রণেতাদের এ ধরনের উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে তাঁর সঙ্গে এসব করা হচ্ছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমনের আদেশ না মানলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। কমিটির সামনে প্রয়োজনীয় নথি উত্থাপনের জন্য সাবেক প্রেসিডেন্টকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে অবশ্যই ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে হবে।
ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দিতে কিংবা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে তখন ফৌজদারি অভিযোগের কার্যক্রম শুরু হবে।
এর আগে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই কারাদণ্ডাদেশের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হলো।
স্টিভ ব্যানন কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে এবং নথি হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নাভারোর বিরুদ্ধে। তাঁকেও আগামী মাসে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে সহিংসতা চালিয়েছিল। সেই সহিংসতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। কংগ্রেসের কমিটির ৯ জন সদস্য ওই সহিংস ঘটনার ব্যাপারে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস প্যানেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সমন জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পকে সম্বোধন করে একটি নথিতে বলা হয়েছে, আপনিই প্রথম এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচন বানচাল করার চেষ্টার কেন্দ্রে ছিলেন। এতে আরও বলা হয়েছে, আপনি জানতেন, এ ধরনের কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।
ট্রাম্পের একজন আইনজীবী কমিটিতে থাকা আইনপ্রণেতাদের এ ধরনের উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে তাঁর সঙ্গে এসব করা হচ্ছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমনের আদেশ না মানলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। কমিটির সামনে প্রয়োজনীয় নথি উত্থাপনের জন্য সাবেক প্রেসিডেন্টকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে অবশ্যই ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে হবে।
ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দিতে কিংবা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে তখন ফৌজদারি অভিযোগের কার্যক্রম শুরু হবে।
এর আগে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই কারাদণ্ডাদেশের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হলো।
স্টিভ ব্যানন কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে এবং নথি হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নাভারোর বিরুদ্ধে। তাঁকেও আগামী মাসে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে সহিংসতা চালিয়েছিল। সেই সহিংসতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। কংগ্রেসের কমিটির ৯ জন সদস্য ওই সহিংস ঘটনার ব্যাপারে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১৯ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগে