অনলাইন ডেস্ক
আমাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। দক্ষিণ আমেরিকার নয়টি দেশজুড়ে অবস্থিত বনটির সিংহভাগ ব্রাজিলে পড়েছে। গত এক বছরে গুরুত্বপূর্ণ বনটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন নিধন হয়েছে বলে ওঠে এসেছে ‘ব্রাজিল’স স্পেস রিসার্চ এজেন্সির (আইএনপিই) সাম্প্রতিক এক প্রতিবেদনে।
এতে বলা হয়, ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাইয়ে আমাজনে বন নিধন আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। ফলে ৫ হাজার ১১০ বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা হয়ে গেছে, যা আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক শহরের তুলনায় প্রায় ১৭ গুণ বড়।
দেশটির পরিবেশ মন্ত্রী জোয়াকিম লেইট বলেন, ‘এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। বন নিধন অপরাধ। এসব অপরাধ থামাতে আমাদের আরও কঠোর হতে হবে।’
তথ্যমতে, আমাজনে প্রায় ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণী রয়েছে। সেখানে বসবাসকারী আদিবাসী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। কার্বন চুষে নেওয়ার আধার ও অক্সিজেনের এ ভান্ডার এভাবে ক্ষতিগ্রস্ত হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা আরও কঠিন হবে বলে মনে করেন বিবিসির বিশ্লেষক কেটি ওয়াটসন।
স্কটল্যান্ডে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বন নিধন বন্ধ করতে একটি চুক্তি হয়েছে। এতে সই করেছে ব্রাজিল। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বোলসোনারো ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আমাজন বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া বোলসোনারো এবং আইএনপিইয়ের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছে।
আমাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। দক্ষিণ আমেরিকার নয়টি দেশজুড়ে অবস্থিত বনটির সিংহভাগ ব্রাজিলে পড়েছে। গত এক বছরে গুরুত্বপূর্ণ বনটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন নিধন হয়েছে বলে ওঠে এসেছে ‘ব্রাজিল’স স্পেস রিসার্চ এজেন্সির (আইএনপিই) সাম্প্রতিক এক প্রতিবেদনে।
এতে বলা হয়, ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাইয়ে আমাজনে বন নিধন আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। ফলে ৫ হাজার ১১০ বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা হয়ে গেছে, যা আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক শহরের তুলনায় প্রায় ১৭ গুণ বড়।
দেশটির পরিবেশ মন্ত্রী জোয়াকিম লেইট বলেন, ‘এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। বন নিধন অপরাধ। এসব অপরাধ থামাতে আমাদের আরও কঠোর হতে হবে।’
তথ্যমতে, আমাজনে প্রায় ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণী রয়েছে। সেখানে বসবাসকারী আদিবাসী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। কার্বন চুষে নেওয়ার আধার ও অক্সিজেনের এ ভান্ডার এভাবে ক্ষতিগ্রস্ত হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা আরও কঠিন হবে বলে মনে করেন বিবিসির বিশ্লেষক কেটি ওয়াটসন।
স্কটল্যান্ডে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বন নিধন বন্ধ করতে একটি চুক্তি হয়েছে। এতে সই করেছে ব্রাজিল। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বোলসোনারো ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আমাজন বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া বোলসোনারো এবং আইএনপিইয়ের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৫ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৫ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে