অনলাইন ডেস্ক
ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তা হিসেবে ৩ হাজার ৩০০ কোটি ডলার দিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ উদ্দেশ্যে তিনি গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চেয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এবার কংগ্রেসের কাছে মার্কিন প্রেসিডেন্টের এই বিপুল পরিমাণ অর্থ চাওয়াকে ইউক্রেনে সহায়তার ক্ষেত্রে নাটকীয় বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিচ্ছে।’
রয়টার্স জানিয়েছে, এই বিপুল পরিমাণ সহায়তার মধ্যে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তা হিসেবে ২ হাজার কোটি ডলার ব্যয় করতে চান প্রেসিডেন্ট বাইডেন। এ ছাড়া ইউক্রেন সরকারকে আর্থিক সহায়তা হিসেবে ৮৫০ কোটি ডলার এবং মানবিক সহায়তা হিসেবে ৩০০ কোটি ডলার দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধের খরচ কম নয়, বরং আগ্রাসনকারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠছে।’
এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজের সেনা বা ন্যাটো বাহিনীকে পাঠায়নি, তবে ইউক্রেন বাহিনীকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে যেসব অস্ত্র সরবরাহ করেছে তার মধ্যে রয়েছে ড্রোন, ভারী কামান, বিমান বিধ্বংসী স্টিংগার এবং অ্যান্টি-ট্যাংক জ্যাভলিন মিসাইল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ‘খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি বলেন, ‘আমি আমেরিকান জনগণের কাছে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, কংগ্রেস আমাদের রাজ্যে সাহায্যের জন্য এই অনুরোধটি দ্রুত অনুমোদন করবে।’
ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তা হিসেবে ৩ হাজার ৩০০ কোটি ডলার দিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ উদ্দেশ্যে তিনি গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চেয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এবার কংগ্রেসের কাছে মার্কিন প্রেসিডেন্টের এই বিপুল পরিমাণ অর্থ চাওয়াকে ইউক্রেনে সহায়তার ক্ষেত্রে নাটকীয় বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিচ্ছে।’
রয়টার্স জানিয়েছে, এই বিপুল পরিমাণ সহায়তার মধ্যে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তা হিসেবে ২ হাজার কোটি ডলার ব্যয় করতে চান প্রেসিডেন্ট বাইডেন। এ ছাড়া ইউক্রেন সরকারকে আর্থিক সহায়তা হিসেবে ৮৫০ কোটি ডলার এবং মানবিক সহায়তা হিসেবে ৩০০ কোটি ডলার দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধের খরচ কম নয়, বরং আগ্রাসনকারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠছে।’
এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজের সেনা বা ন্যাটো বাহিনীকে পাঠায়নি, তবে ইউক্রেন বাহিনীকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে যেসব অস্ত্র সরবরাহ করেছে তার মধ্যে রয়েছে ড্রোন, ভারী কামান, বিমান বিধ্বংসী স্টিংগার এবং অ্যান্টি-ট্যাংক জ্যাভলিন মিসাইল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ‘খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি বলেন, ‘আমি আমেরিকান জনগণের কাছে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, কংগ্রেস আমাদের রাজ্যে সাহায্যের জন্য এই অনুরোধটি দ্রুত অনুমোদন করবে।’
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৪ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৪ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৫ ঘণ্টা আগে