অনলাইন ডেস্ক
সৌদি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জামাল খাসোগি হত্যায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সম্পৃক্ততা বিষয়ে আইনি কার্যক্রম শুরু হওয়ায় দ্বিধায় পড়েছে যুক্তরাষ্ট্র। এসংক্রান্ত একটি মামলার কার্যক্রম পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে বাইডেন প্রশাসন। দেশটির বিচার বিভাগের একজন প্রতিনিধি গত শুক্রবার মামলার কার্যক্রম ৪৫ দিন পিছিয়ে দিতে একটি আইনি নোটিশ দাখিল করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালত বাইডেন প্রশাসনের কাছে জানতে চেয়েছে, জামাল খাসোগি হত্যায় সৌদি যুবরাজ ও বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জড়িত কি না, এ বিষয়ে তাদের অবস্থান কী এবং তাঁকে খাসোগি হত্যা মামলায় সার্বভৌম দায়মুক্তি দেওয়া উচিত কি না।
বিচার বিভাগের এক প্রতিনিধি জানিয়েছেন, মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর বাইডেন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে এমবিএসের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির একটি জেলা আদালতে মামলাটি করা হয়। খাসোগির বাগ্দত্তা হাতিজে চেঙ্গিস এই মামলা দায়ের করেন। এই মামলায় তাঁকে সাহায্য করে খাসোগির প্রতিষ্ঠিত গণতন্ত্রপন্থী গ্রুপ ডন।
মামলাটি বাইডেন প্রশাসনকে আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে বেশ চাপে ফেলে দিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই সময়ে সৌদি আরবের সঙ্গে কূটনীতিক সম্পর্ক রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। অথচ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জামাল খাসোগির হত্যার পর এমবিএসকে বিচারের আওতায় এনে তাঁকে একঘরে করে ফেলার প্রতিশ্রুতি দিয়েই হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন।
কিন্তু পরিবর্তিত বিশ্ব পরিস্থিতে বাইডেন তাঁর প্রতিশ্রুতির বিষয়টি চেপে যেতে বাধ্য হন। ইউক্রেন যুদ্ধ শুরুর মাসের মাথায় সৌদি সফরে যান তিনি। সেখানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক হয় তাঁর।
সৌদি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জামাল খাসোগি হত্যায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সম্পৃক্ততা বিষয়ে আইনি কার্যক্রম শুরু হওয়ায় দ্বিধায় পড়েছে যুক্তরাষ্ট্র। এসংক্রান্ত একটি মামলার কার্যক্রম পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে বাইডেন প্রশাসন। দেশটির বিচার বিভাগের একজন প্রতিনিধি গত শুক্রবার মামলার কার্যক্রম ৪৫ দিন পিছিয়ে দিতে একটি আইনি নোটিশ দাখিল করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালত বাইডেন প্রশাসনের কাছে জানতে চেয়েছে, জামাল খাসোগি হত্যায় সৌদি যুবরাজ ও বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জড়িত কি না, এ বিষয়ে তাদের অবস্থান কী এবং তাঁকে খাসোগি হত্যা মামলায় সার্বভৌম দায়মুক্তি দেওয়া উচিত কি না।
বিচার বিভাগের এক প্রতিনিধি জানিয়েছেন, মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর বাইডেন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে এমবিএসের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির একটি জেলা আদালতে মামলাটি করা হয়। খাসোগির বাগ্দত্তা হাতিজে চেঙ্গিস এই মামলা দায়ের করেন। এই মামলায় তাঁকে সাহায্য করে খাসোগির প্রতিষ্ঠিত গণতন্ত্রপন্থী গ্রুপ ডন।
মামলাটি বাইডেন প্রশাসনকে আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে বেশ চাপে ফেলে দিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই সময়ে সৌদি আরবের সঙ্গে কূটনীতিক সম্পর্ক রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। অথচ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জামাল খাসোগির হত্যার পর এমবিএসকে বিচারের আওতায় এনে তাঁকে একঘরে করে ফেলার প্রতিশ্রুতি দিয়েই হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন।
কিন্তু পরিবর্তিত বিশ্ব পরিস্থিতে বাইডেন তাঁর প্রতিশ্রুতির বিষয়টি চেপে যেতে বাধ্য হন। ইউক্রেন যুদ্ধ শুরুর মাসের মাথায় সৌদি সফরে যান তিনি। সেখানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক হয় তাঁর।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৮ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে