অনলাইন ডেস্ক
ইউক্রেনীয়রা সাহসিকতার সঙ্গে রুশ আক্রমণের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমেই দেশটির ভাগ্য নির্ধারিত হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘কিয়েভে প্রতিদিনই রুশ সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।’
একজন দোভাষীর সাহায্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তাঁর দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ, সাহসী এবং স্বাধীনতাকামী মানুষদের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে পেরে আমি সম্মানিত। ইউক্রেনীয়রা আট বছর ধরে রুশ আগ্রাসনকে প্রতিহত করে আসছেন। তাঁরা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তাঁদের পুত্র-কন্যাদের উৎসর্গ করেছে।’
জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। নির্ধারিত হচ্ছে আমাদের জনগণের ভাগ্য যেখানে ইউক্রেনীয়রা স্বাধীন থাকবে কি না, তাঁরা তাদের গণতন্ত্র রক্ষা করতে পারবে কি না তা নির্ধারিত হচ্ছে। রাশিয়া কেবল আমাদের নয়, আমাদের ভূমি, শহর, আমাদের মূল্যবোধ, মৌলিক মানবিক মূল্যবোধের বিরুদ্ধে নৃশংস আক্রমণ করেছে।’
এ দিকে, কংগ্রেসে জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান দেখান কংগ্রেস সদস্যরা।
জেলেনস্কি তাঁর ভাষণে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিসহ ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। কেবল তাই নয়, রাশিয়ার আক্রমণের নৃশংসতা তুলে ধরতে গিয়ে ইউক্রেনে রুশ আক্রমণকে পার্ল হারবার হামলা, কুখ্যাত ৯ / ১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন।
এ ছাড়া, জেলেনস্কি রাশিয়াকে শাস্তি দিতে আরও কঠোর অবরোধ আরোপের আহ্বান জানান তাঁর ভাষণে।
ইউক্রেনীয়রা সাহসিকতার সঙ্গে রুশ আক্রমণের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমেই দেশটির ভাগ্য নির্ধারিত হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘কিয়েভে প্রতিদিনই রুশ সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।’
একজন দোভাষীর সাহায্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তাঁর দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ, সাহসী এবং স্বাধীনতাকামী মানুষদের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে পেরে আমি সম্মানিত। ইউক্রেনীয়রা আট বছর ধরে রুশ আগ্রাসনকে প্রতিহত করে আসছেন। তাঁরা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তাঁদের পুত্র-কন্যাদের উৎসর্গ করেছে।’
জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। নির্ধারিত হচ্ছে আমাদের জনগণের ভাগ্য যেখানে ইউক্রেনীয়রা স্বাধীন থাকবে কি না, তাঁরা তাদের গণতন্ত্র রক্ষা করতে পারবে কি না তা নির্ধারিত হচ্ছে। রাশিয়া কেবল আমাদের নয়, আমাদের ভূমি, শহর, আমাদের মূল্যবোধ, মৌলিক মানবিক মূল্যবোধের বিরুদ্ধে নৃশংস আক্রমণ করেছে।’
এ দিকে, কংগ্রেসে জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান দেখান কংগ্রেস সদস্যরা।
জেলেনস্কি তাঁর ভাষণে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিসহ ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। কেবল তাই নয়, রাশিয়ার আক্রমণের নৃশংসতা তুলে ধরতে গিয়ে ইউক্রেনে রুশ আক্রমণকে পার্ল হারবার হামলা, কুখ্যাত ৯ / ১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন।
এ ছাড়া, জেলেনস্কি রাশিয়াকে শাস্তি দিতে আরও কঠোর অবরোধ আরোপের আহ্বান জানান তাঁর ভাষণে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৭ মিনিট আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
১৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে