অনলাইন ডেস্ক
ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে রুশ বাহিনীকে সাহায্য করতে ইরানের সেনারা এখন মস্কো অধিকৃত ক্রিমিয়ায় রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা ধারণা করছি, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় রয়েছে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীকে সাহায্য করছে।’ আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জন কিরবি আরও বলেছেন, ‘রুশ বাহিনী যেসব ড্রোন দিয়ে ইউক্রেনের অবকাঠামো ধ্বংস করছে, সেই সব ড্রোন পরিচালনায় প্রতিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন ক্রিমিয়ায় থাকা ইরানের ড্রোন বিশেষজ্ঞরা।’
তেহরান এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি রুশ বাহিনীর পদাতিক সৈন্যদের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন জন কিরবি। তিনি বলেছেন, ‘রুশদের অস্ত্র সরবরাহ করছে ইরান, যা ইউক্রেনের অবকাঠামো ধ্বংস করতে প্রভাবিত করছে।’
কিরবি আরও বলেছেন, ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এসব অস্ত্র সরবরাহকে উন্মোচন ও প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়া ও ইরানের অস্ত্র ব্যবসার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি।’
এদিকে ইউক্রেন অভিযোগ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে ইরানের তৈরি ‘কামিকাজ ড্রোন’ ব্যবহার করে হামলা করেছে রাশিয়া। গত ১৭ অক্টোবর সকাল ৬টা ৩৫ থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে কিয়েভের শেভচেনকিভস্কি শহরে তিনটি ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। এসব ড্রোন ইরানের তৈরি বলে দাবি করেছে ইউক্রেন। তবে ইরান বরাবরই রাশিয়াকে ড্রোন সরবরাহের ব্যাপারটি অস্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্স অন্য এক প্রতিবেদনে ইরানের দুই কূটনীতিকের বরাত দিয়ে বলেছে, রাশিয়া আরও ড্রোন এবং লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে ইরানকে অনুরোধ করেছে, বিশেষ করে ফাতেহ ও জোলফাগার ক্ষেপণাস্ত্র। জোলফাগারসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে গত ৬ অক্টোবর ইরান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে।
এই চুক্তির পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা গত সোমবার ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেন যুদ্ধে তেহরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তা ছাড়া এভাবে ড্রোন হস্তান্তর করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের প্রস্তাবনার লঙ্ঘন বলেও উল্লেখ করেছে ফ্রান্স ও জার্মানি। তবে ইরানের একজন কূটনীতিক এমন যুক্তি প্রত্যাখ্যান করেছেন।
ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে রুশ বাহিনীকে সাহায্য করতে ইরানের সেনারা এখন মস্কো অধিকৃত ক্রিমিয়ায় রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা ধারণা করছি, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় রয়েছে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীকে সাহায্য করছে।’ আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জন কিরবি আরও বলেছেন, ‘রুশ বাহিনী যেসব ড্রোন দিয়ে ইউক্রেনের অবকাঠামো ধ্বংস করছে, সেই সব ড্রোন পরিচালনায় প্রতিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন ক্রিমিয়ায় থাকা ইরানের ড্রোন বিশেষজ্ঞরা।’
তেহরান এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি রুশ বাহিনীর পদাতিক সৈন্যদের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন জন কিরবি। তিনি বলেছেন, ‘রুশদের অস্ত্র সরবরাহ করছে ইরান, যা ইউক্রেনের অবকাঠামো ধ্বংস করতে প্রভাবিত করছে।’
কিরবি আরও বলেছেন, ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এসব অস্ত্র সরবরাহকে উন্মোচন ও প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়া ও ইরানের অস্ত্র ব্যবসার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি।’
এদিকে ইউক্রেন অভিযোগ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে ইরানের তৈরি ‘কামিকাজ ড্রোন’ ব্যবহার করে হামলা করেছে রাশিয়া। গত ১৭ অক্টোবর সকাল ৬টা ৩৫ থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে কিয়েভের শেভচেনকিভস্কি শহরে তিনটি ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। এসব ড্রোন ইরানের তৈরি বলে দাবি করেছে ইউক্রেন। তবে ইরান বরাবরই রাশিয়াকে ড্রোন সরবরাহের ব্যাপারটি অস্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্স অন্য এক প্রতিবেদনে ইরানের দুই কূটনীতিকের বরাত দিয়ে বলেছে, রাশিয়া আরও ড্রোন এবং লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে ইরানকে অনুরোধ করেছে, বিশেষ করে ফাতেহ ও জোলফাগার ক্ষেপণাস্ত্র। জোলফাগারসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে গত ৬ অক্টোবর ইরান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে।
এই চুক্তির পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা গত সোমবার ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেন যুদ্ধে তেহরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তা ছাড়া এভাবে ড্রোন হস্তান্তর করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের প্রস্তাবনার লঙ্ঘন বলেও উল্লেখ করেছে ফ্রান্স ও জার্মানি। তবে ইরানের একজন কূটনীতিক এমন যুক্তি প্রত্যাখ্যান করেছেন।
অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান।
৩০ মিনিট আগেঅমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
৫ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৬ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৬ ঘণ্টা আগে