অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন আজ সোমবার চীনকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন চীনা আমদানিকে অনুমোদন করবে না ওয়াশিংটন। বেইজিংকে তার অতিরিক্ত শিল্প ক্ষমতার লাগাম টেনে ধরার জন্য অনুরোধ করে চার দিনের চীন সফরের ইতি টেনেছেন ইয়েলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংবাদ সম্মেলনে জেনেট ইয়েলেন বলেন, ২০০০-এর দশকের শুরুতে চীনা আমদানি পণ্যের ধাক্কায় প্লাবিত হয়ে গিয়েছিল বাজার, ধ্বংস হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ উৎপাদন সংশ্লিষ্ট কর্মসংস্থান। সে ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি, সৌর প্যানেল এবং অন্যান্য সবুজ শক্তির পণ্যগুলোতে বেইজিং তার বিশাল রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র চীনের ওপর নতুন করে শুল্ক বা অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দেবে না বলে জানান ইয়েলেন।
নয় মাসের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করলেন জেনেট ইয়েলেন। এই সফরে তিনি অভিযোগ করেন যে, চীনের অত্যধিক বিনিয়োগের ফলে দেশটির কারখানায় উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বেশি থেকে যাচ্ছে। এই বাড়তি পণ্য রপ্তানির ফলে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের শিল্পগুলো পড়ছে হুমকির মুখে।
এই অতিরিক্ত উৎপাদন-সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য নতুন একটি এক্সচেঞ্জ ফোরামের কথাও বলেন তিনি। একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে অতীতেও ভুগতে হয়েছে সে কথাও মনে করিয়ে দেন মার্কিন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এর আগেও এমনটি দেখেছি। এক দশকেরও বেশি আগে সরকারি সহায়তার ফলে কম দামে প্রচুর পরিমাণে ইস্পাত উৎপাদন করেছিল চীন। সেই কম দামি ইস্পাতে সয়লাব হয়ে গিয়েছিল বিশ্ব বাজার। এতে ধ্বংস হয় গিয়েছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শিল্প প্রতিষ্ঠান।’
ইয়েলেন বলেন, ‘আমি পরিষ্কার করছি যে প্রেসিডেন্ট বাইডেন এবং আমি কোনোভাবেই আর তেমনটা ঘটতে দেব না। বিশ্ববাজার কৃত্রিমভাবে সস্তা চীনা পণ্যে সয়লাব হলে মার্কিন এবং অন্য বিদেশি সংস্থাগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী আরও বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকে মার্কিন স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। সে সঙ্গে, চীনের অতিরিক্ত শিল্পোৎপাদন ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একই উদ্বেগে রয়েছে ইউরোপ, জাপান, মেক্সিকো, ফিলিপাইন এবং অন্যান্য উদীয়মান বাজার।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন আজ সোমবার চীনকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন চীনা আমদানিকে অনুমোদন করবে না ওয়াশিংটন। বেইজিংকে তার অতিরিক্ত শিল্প ক্ষমতার লাগাম টেনে ধরার জন্য অনুরোধ করে চার দিনের চীন সফরের ইতি টেনেছেন ইয়েলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংবাদ সম্মেলনে জেনেট ইয়েলেন বলেন, ২০০০-এর দশকের শুরুতে চীনা আমদানি পণ্যের ধাক্কায় প্লাবিত হয়ে গিয়েছিল বাজার, ধ্বংস হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ উৎপাদন সংশ্লিষ্ট কর্মসংস্থান। সে ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি, সৌর প্যানেল এবং অন্যান্য সবুজ শক্তির পণ্যগুলোতে বেইজিং তার বিশাল রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র চীনের ওপর নতুন করে শুল্ক বা অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দেবে না বলে জানান ইয়েলেন।
নয় মাসের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করলেন জেনেট ইয়েলেন। এই সফরে তিনি অভিযোগ করেন যে, চীনের অত্যধিক বিনিয়োগের ফলে দেশটির কারখানায় উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বেশি থেকে যাচ্ছে। এই বাড়তি পণ্য রপ্তানির ফলে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের শিল্পগুলো পড়ছে হুমকির মুখে।
এই অতিরিক্ত উৎপাদন-সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য নতুন একটি এক্সচেঞ্জ ফোরামের কথাও বলেন তিনি। একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে অতীতেও ভুগতে হয়েছে সে কথাও মনে করিয়ে দেন মার্কিন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এর আগেও এমনটি দেখেছি। এক দশকেরও বেশি আগে সরকারি সহায়তার ফলে কম দামে প্রচুর পরিমাণে ইস্পাত উৎপাদন করেছিল চীন। সেই কম দামি ইস্পাতে সয়লাব হয়ে গিয়েছিল বিশ্ব বাজার। এতে ধ্বংস হয় গিয়েছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শিল্প প্রতিষ্ঠান।’
ইয়েলেন বলেন, ‘আমি পরিষ্কার করছি যে প্রেসিডেন্ট বাইডেন এবং আমি কোনোভাবেই আর তেমনটা ঘটতে দেব না। বিশ্ববাজার কৃত্রিমভাবে সস্তা চীনা পণ্যে সয়লাব হলে মার্কিন এবং অন্য বিদেশি সংস্থাগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী আরও বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকে মার্কিন স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। সে সঙ্গে, চীনের অতিরিক্ত শিল্পোৎপাদন ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একই উদ্বেগে রয়েছে ইউরোপ, জাপান, মেক্সিকো, ফিলিপাইন এবং অন্যান্য উদীয়মান বাজার।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগে