অনলাইন ডেস্ক
কিউবান ক্ষেপণাস্ত্র-সংকটের পর প্রথমবারের মতো পারমাণবিক ঝুঁকির সম্মুখীন বিশ্ব—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিউবার মিসাইল সংকটের পর থেকে আমরা এ ধরনের পরমাণুযুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হইনি।’
বাইডেন বলেন, ‘পুতিন যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক কিংবা রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কথা বলেন, তখন তিনি রসিকতা করছেন না। কারণ তাঁর সামরিক বাহিনী এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল। পুতিন নিশ্চয়ই যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমতা হারাতে চাইবেন না।’
১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিউবার ক্ষেপণাস্ত্র-সংকটের পর আমাদের জন্য প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি রয়েছে।’
তবে বিশেষজ্ঞরা বলছেন, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন, তা ছোট পরিসরে এবং কৌশলগত হতে পারে। তবে বাইডেন বলছেন, এ ধরনের একটি কৌশলগত হামলাও বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে।
ইউক্রেনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের ভূখণ্ডের এক-পঞ্চমাংশ অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে সম্প্রতি পাল্টা হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
উদ্ভূত পরিস্থিতিতে অধিকৃত অঞ্চলগুলোর সুরক্ষায় ‘প্রয়োজনে’ পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো।
কিউবান ক্ষেপণাস্ত্র-সংকটের পর প্রথমবারের মতো পারমাণবিক ঝুঁকির সম্মুখীন বিশ্ব—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিউবার মিসাইল সংকটের পর থেকে আমরা এ ধরনের পরমাণুযুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হইনি।’
বাইডেন বলেন, ‘পুতিন যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক কিংবা রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কথা বলেন, তখন তিনি রসিকতা করছেন না। কারণ তাঁর সামরিক বাহিনী এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল। পুতিন নিশ্চয়ই যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমতা হারাতে চাইবেন না।’
১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিউবার ক্ষেপণাস্ত্র-সংকটের পর আমাদের জন্য প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি রয়েছে।’
তবে বিশেষজ্ঞরা বলছেন, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন, তা ছোট পরিসরে এবং কৌশলগত হতে পারে। তবে বাইডেন বলছেন, এ ধরনের একটি কৌশলগত হামলাও বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে।
ইউক্রেনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের ভূখণ্ডের এক-পঞ্চমাংশ অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে সম্প্রতি পাল্টা হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
উদ্ভূত পরিস্থিতিতে অধিকৃত অঞ্চলগুলোর সুরক্ষায় ‘প্রয়োজনে’ পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো।
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
৪ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
৪ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে