অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, হামাস ও পুতিন উভয়েই নিজ নিজ প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে। তাদের কোনোভাবেই জিততে দেওয়া হবে না। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বাইডেন এসব কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাইডেন বলেন, ‘হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ ও রাশিয়ার নেতা পুতিন ইউক্রেনে আক্রমণের মধ্য দিয়ে মূলত প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস বা নস্যাৎ করার চেষ্টা করছে। হামাস ও পুতিন হয়তো ভিন্ন হুমকি হাজির করেছে, কিন্তু তাদের মধ্যে বিষয়টি সাধারণ। তারা উভয়েই প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করতে চায়।’
বাইডেন এ সময় হামাস ও পুতিনকে জিততে না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠী ও পুতিনের মতো স্বৈরাচারকে জয়ী হতে দিতে পারি না, জয়ী হতে দেব না। আমি এমনটা না ঘটতে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
এর আগে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে আরও ১০ হাজার কোটি ডলার খরচ করতে চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই লক্ষ্যে তিনি একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন মার্কিন কংগ্রেসে। গতকালের ভাষণে বাইডেন বিলটির প্রসঙ্গ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের আইনপ্রণেতাদের বিলটি পাস করার জন্য আহ্বান জানান। এ সময় তিনি মার্কিন জনগণকে নিজ দেশের বাইরেও সমমনা দেশগুলোর নিরাপত্তার দিকেও দৃষ্টিপাত করার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত বুধবার ইসরায়েল সফর করেন জো বাইডেন। গাজা উপত্যকায় মানবিক সংকট কমাতে ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে সেই সফরে মিসরকে রাজি করিয়েছেন তিনি। ইসরায়েল থেকে ফেরার পথে তিনি জানান, মিসর ও গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিসর। শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণসামগ্রী পৌঁছানো শুরু হবে বলেও জানান বাইডেন।
ফিলিস্তিনি বেসামরিকদের সহায়তার জন্য মার্কিন তহবিল থেকে ১০ কোটি ডলার বরাদ্দ করা হবে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইসরায়েল থেকে ফেরার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কিছু কাজ সম্পন্ন করতে এসেছিলাম। সেসব করেছি। গাজায় দ্রুততম সময়ে ত্রাণ পাঠানোর ব্যাপারে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আর এই কাজ সম্পন্ন করতে কোনো বাধার সম্মুখীন হইনি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, হামাস ও পুতিন উভয়েই নিজ নিজ প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে। তাদের কোনোভাবেই জিততে দেওয়া হবে না। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বাইডেন এসব কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাইডেন বলেন, ‘হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ ও রাশিয়ার নেতা পুতিন ইউক্রেনে আক্রমণের মধ্য দিয়ে মূলত প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস বা নস্যাৎ করার চেষ্টা করছে। হামাস ও পুতিন হয়তো ভিন্ন হুমকি হাজির করেছে, কিন্তু তাদের মধ্যে বিষয়টি সাধারণ। তারা উভয়েই প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করতে চায়।’
বাইডেন এ সময় হামাস ও পুতিনকে জিততে না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠী ও পুতিনের মতো স্বৈরাচারকে জয়ী হতে দিতে পারি না, জয়ী হতে দেব না। আমি এমনটা না ঘটতে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
এর আগে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে আরও ১০ হাজার কোটি ডলার খরচ করতে চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই লক্ষ্যে তিনি একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন মার্কিন কংগ্রেসে। গতকালের ভাষণে বাইডেন বিলটির প্রসঙ্গ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের আইনপ্রণেতাদের বিলটি পাস করার জন্য আহ্বান জানান। এ সময় তিনি মার্কিন জনগণকে নিজ দেশের বাইরেও সমমনা দেশগুলোর নিরাপত্তার দিকেও দৃষ্টিপাত করার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত বুধবার ইসরায়েল সফর করেন জো বাইডেন। গাজা উপত্যকায় মানবিক সংকট কমাতে ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে সেই সফরে মিসরকে রাজি করিয়েছেন তিনি। ইসরায়েল থেকে ফেরার পথে তিনি জানান, মিসর ও গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিসর। শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণসামগ্রী পৌঁছানো শুরু হবে বলেও জানান বাইডেন।
ফিলিস্তিনি বেসামরিকদের সহায়তার জন্য মার্কিন তহবিল থেকে ১০ কোটি ডলার বরাদ্দ করা হবে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইসরায়েল থেকে ফেরার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কিছু কাজ সম্পন্ন করতে এসেছিলাম। সেসব করেছি। গাজায় দ্রুততম সময়ে ত্রাণ পাঠানোর ব্যাপারে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আর এই কাজ সম্পন্ন করতে কোনো বাধার সম্মুখীন হইনি।’
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৪ ঘণ্টা আগে