অনলাইন ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফির প্রেম এবং দাম্পত্যের রসায়ন মানুষের মুখে মুখে। গণমাধ্যমে এ নিয়ে প্রায়ই প্রশংসামূলক প্রতিবেদন আসত। বলতে গেলে এক ছাদের নিচে একে অপরকে তরুণ থেকে যৌবন পেরোতে দেখেছেন তাঁরা। তিনটি ফুটফুটে সন্তান। স্পষ্টত ঈর্ষণীয় প্রেমময় একটি পরিবার। কিন্তু গতকাল বুধবার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতির কথা জানালেন ট্রুডো।
অবশ্য সিদ্ধান্তটি যে হঠাৎ করে এসেছে এমন নয়। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন ঘটনা ও বক্তব্য অনুসরণ করলেই অনুমান করা যায়, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। ট্রুডো ও সোফি দুজনেই তাঁদের সম্পর্কের জটিলতাগুলো নিয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এই দম্পতিকে প্রকাশ্যে আর এক সঙ্গে দেখা যাচ্ছিল না।
ট্রুডোর বয়স এখন ৫২, আর সোফি জর্জিয়ার বয়স ৪৮। তাঁদের বিয়ে হয় ২০০৫ সালে। ১৫, ১৪ ও ৯ বছরের তিনটি সন্তান রয়েছে। এইতো ২০২০ সালেও বিয়ে বার্ষিকীতে সোফি ট্রুডোকে বলেছিলেন, ‘আমরা রক, আমার সঙ্গী এবং আবার সেরা বন্ধু।’
ট্রুডোর ভাগ্যটা অবশ্য তাঁর বাবার মতোই। বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। এবং প্রধানমন্ত্রী থাকাকালেই ১৯৭৭ সালে স্ত্রী মারগারেটের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকগুলো সংকটের ভেতর দিয়েই গেছেন ট্রুডো। তবে এত বড় ব্যক্তিগত সংকটের মুখে সম্ভবত আর পড়েননি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বারবার পারিবারিক জীবনের ওপর জোর দিয়ে কথা বলতেন।
নিজের দল লিবারেল পার্টির জনপ্রিয়তা বাড়ানোর তাগিদে গত সপ্তাহেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন ট্রুডো। এই ঝড়ের মধ্যেই তিনি ইনস্টাগ্রামে জানালেন, ‘সোফি এবং আমি একটা বিষয় শেয়ার করতে চাই, আর তা হলো, অনেক অর্থপূর্ণ এবং কঠিন আলোচনা শেষে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সোফিও অভিন্ন পোস্ট দিয়েছেন।
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী ট্রুডো তাঁর বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কথা বলবেন।
ট্রুডোর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুজনেই আইনি নথিপত্রে স্বাক্ষর করেছেন। তাঁরা এখন তিন সন্তানকে লালন–পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন। আগামী সপ্তাহে পুরো পরিবার অবকাশযাপনে যাবে।
বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত সোফি অটোয়াতে থাকবেন। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন রিডু কটেজে সন্তানদের সঙ্গে প্রচুর সময় কাটাবেন বলেই জানা গেছে। সন্তানদের সামনে পুরো পরিস্থিতিটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা তাঁরা করবেন।
ট্রুডো এবং সোফি খুব বেশি দিন প্রেম করেননি। সোফি পড়াশোনা করেছেন বাণিজ্য বিষয়ে। তিনি সব সময় লিঙ্গ সমতা নিয়ে সরব থেকেছেন। ২০০৩ সালে ট্রুডোর সঙ্গে প্রথম যখন দেখা হয় তখন সোফি একজন সাংবাদিক। মাত্র দুই বছর পরই তাঁরা বিয়ে করেন।
পরে ২০১৫ সালে মাত্র ৪৩ বছর বয়সে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হন। অত্যন্ত সপ্রতিভ এবং ছিমছাম এই যুগল দ্রুতই বিশ্ব গণমাধ্যমের ক্যামেরায় গুরুত্ব পেতে থাকেন। রীতিমতো সেলিব্রেটি দম্পতিতে পরিণত হন। ২০১৫ সালের অক্টোবরে নিউইয়র্ক পোস্ট পত্রিকা সোফিকে ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফার্স্ট লেডি’ আখ্যা দেয়।
এই দম্পতিকে নিয়ে ২০১৬ সালের জানুয়ারি সংখ্যায় ভোগ ম্যাগাজিন দুজনের আলিঙ্গনের ছবি বেশ বড় করে ছেপেছিল। ট্রুডোকে নিয়ে একটি বড় লেখাও তারা ছেপেছিল। সেখানে ট্রুডো বলেছিলেন, জনপরিসরে স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসাকে যেভাবে উপস্থাপন করা হয় তার কিছু নিয়ে তিনি বিস্মিত।
প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিদেশ সফরে স্ত্রী সোফিকে নিয়েই ভ্রমণ করতেন ট্রুডো। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরকালে দুজনকে বেশির ভাগ সময় রঙিন ও বিচিত্র পোশাক পরতে দেখা গেছে। এ নিয়ে কানাডায় অনেক ট্রোলও হয়েছে।
ট্রুডো অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার আগেই একাধিকবার পরিষ্কার করে বলেছিলেন, দাম্পত্য জীবনে তাঁরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০১৪ সালে প্রকাশিত আত্মজীবনীতে (কমন গ্রাউন্ড) লিখেছেন, ‘আমাদের বিয়ে একেবারে ত্রুটিহীন নয়। আমাদেরও উত্থান–পতন আছে।’
সাম্প্রতিক বছরগুলোতে সোফিকে তাঁর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁদের এই দূরত্ব বজায় রেখে চলার মধ্যেই স্পষ্ট ছিল সম্পর্কের চলমান টানাপোড়েন। গত বছর বিয়ে বার্ষিকীতে সোফি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ‘আমরা অনেক রৌদ্রোজ্জ্বল দিন, তুমুল ঝড় এবং এর মাঝে আরও অনেক বৈরীর ভেতর দিয়ে গেছি। আর এটা এখনো শেষ হয়নি।’
সোফি এও লেখেন, ‘দীর্ঘমেয়াদি সম্পর্ক নানা কারণেই চ্যালেঞ্জিং।’
গত মে মাসে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দুজনে লন্ডন গিয়েছিলেন। গত মার্চের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডা সফরে গেলে তখনো তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি গত সোমবারও ট্রুডোর আঙুলে বিয়ের আংটি দেখা গেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফির প্রেম এবং দাম্পত্যের রসায়ন মানুষের মুখে মুখে। গণমাধ্যমে এ নিয়ে প্রায়ই প্রশংসামূলক প্রতিবেদন আসত। বলতে গেলে এক ছাদের নিচে একে অপরকে তরুণ থেকে যৌবন পেরোতে দেখেছেন তাঁরা। তিনটি ফুটফুটে সন্তান। স্পষ্টত ঈর্ষণীয় প্রেমময় একটি পরিবার। কিন্তু গতকাল বুধবার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতির কথা জানালেন ট্রুডো।
অবশ্য সিদ্ধান্তটি যে হঠাৎ করে এসেছে এমন নয়। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন ঘটনা ও বক্তব্য অনুসরণ করলেই অনুমান করা যায়, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। ট্রুডো ও সোফি দুজনেই তাঁদের সম্পর্কের জটিলতাগুলো নিয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এই দম্পতিকে প্রকাশ্যে আর এক সঙ্গে দেখা যাচ্ছিল না।
ট্রুডোর বয়স এখন ৫২, আর সোফি জর্জিয়ার বয়স ৪৮। তাঁদের বিয়ে হয় ২০০৫ সালে। ১৫, ১৪ ও ৯ বছরের তিনটি সন্তান রয়েছে। এইতো ২০২০ সালেও বিয়ে বার্ষিকীতে সোফি ট্রুডোকে বলেছিলেন, ‘আমরা রক, আমার সঙ্গী এবং আবার সেরা বন্ধু।’
ট্রুডোর ভাগ্যটা অবশ্য তাঁর বাবার মতোই। বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। এবং প্রধানমন্ত্রী থাকাকালেই ১৯৭৭ সালে স্ত্রী মারগারেটের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকগুলো সংকটের ভেতর দিয়েই গেছেন ট্রুডো। তবে এত বড় ব্যক্তিগত সংকটের মুখে সম্ভবত আর পড়েননি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বারবার পারিবারিক জীবনের ওপর জোর দিয়ে কথা বলতেন।
নিজের দল লিবারেল পার্টির জনপ্রিয়তা বাড়ানোর তাগিদে গত সপ্তাহেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন ট্রুডো। এই ঝড়ের মধ্যেই তিনি ইনস্টাগ্রামে জানালেন, ‘সোফি এবং আমি একটা বিষয় শেয়ার করতে চাই, আর তা হলো, অনেক অর্থপূর্ণ এবং কঠিন আলোচনা শেষে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সোফিও অভিন্ন পোস্ট দিয়েছেন।
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী ট্রুডো তাঁর বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কথা বলবেন।
ট্রুডোর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুজনেই আইনি নথিপত্রে স্বাক্ষর করেছেন। তাঁরা এখন তিন সন্তানকে লালন–পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন। আগামী সপ্তাহে পুরো পরিবার অবকাশযাপনে যাবে।
বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত সোফি অটোয়াতে থাকবেন। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন রিডু কটেজে সন্তানদের সঙ্গে প্রচুর সময় কাটাবেন বলেই জানা গেছে। সন্তানদের সামনে পুরো পরিস্থিতিটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা তাঁরা করবেন।
ট্রুডো এবং সোফি খুব বেশি দিন প্রেম করেননি। সোফি পড়াশোনা করেছেন বাণিজ্য বিষয়ে। তিনি সব সময় লিঙ্গ সমতা নিয়ে সরব থেকেছেন। ২০০৩ সালে ট্রুডোর সঙ্গে প্রথম যখন দেখা হয় তখন সোফি একজন সাংবাদিক। মাত্র দুই বছর পরই তাঁরা বিয়ে করেন।
পরে ২০১৫ সালে মাত্র ৪৩ বছর বয়সে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হন। অত্যন্ত সপ্রতিভ এবং ছিমছাম এই যুগল দ্রুতই বিশ্ব গণমাধ্যমের ক্যামেরায় গুরুত্ব পেতে থাকেন। রীতিমতো সেলিব্রেটি দম্পতিতে পরিণত হন। ২০১৫ সালের অক্টোবরে নিউইয়র্ক পোস্ট পত্রিকা সোফিকে ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফার্স্ট লেডি’ আখ্যা দেয়।
এই দম্পতিকে নিয়ে ২০১৬ সালের জানুয়ারি সংখ্যায় ভোগ ম্যাগাজিন দুজনের আলিঙ্গনের ছবি বেশ বড় করে ছেপেছিল। ট্রুডোকে নিয়ে একটি বড় লেখাও তারা ছেপেছিল। সেখানে ট্রুডো বলেছিলেন, জনপরিসরে স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসাকে যেভাবে উপস্থাপন করা হয় তার কিছু নিয়ে তিনি বিস্মিত।
প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিদেশ সফরে স্ত্রী সোফিকে নিয়েই ভ্রমণ করতেন ট্রুডো। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরকালে দুজনকে বেশির ভাগ সময় রঙিন ও বিচিত্র পোশাক পরতে দেখা গেছে। এ নিয়ে কানাডায় অনেক ট্রোলও হয়েছে।
ট্রুডো অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার আগেই একাধিকবার পরিষ্কার করে বলেছিলেন, দাম্পত্য জীবনে তাঁরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০১৪ সালে প্রকাশিত আত্মজীবনীতে (কমন গ্রাউন্ড) লিখেছেন, ‘আমাদের বিয়ে একেবারে ত্রুটিহীন নয়। আমাদেরও উত্থান–পতন আছে।’
সাম্প্রতিক বছরগুলোতে সোফিকে তাঁর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁদের এই দূরত্ব বজায় রেখে চলার মধ্যেই স্পষ্ট ছিল সম্পর্কের চলমান টানাপোড়েন। গত বছর বিয়ে বার্ষিকীতে সোফি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ‘আমরা অনেক রৌদ্রোজ্জ্বল দিন, তুমুল ঝড় এবং এর মাঝে আরও অনেক বৈরীর ভেতর দিয়ে গেছি। আর এটা এখনো শেষ হয়নি।’
সোফি এও লেখেন, ‘দীর্ঘমেয়াদি সম্পর্ক নানা কারণেই চ্যালেঞ্জিং।’
গত মে মাসে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দুজনে লন্ডন গিয়েছিলেন। গত মার্চের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডা সফরে গেলে তখনো তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি গত সোমবারও ট্রুডোর আঙুলে বিয়ের আংটি দেখা গেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৩ ঘণ্টা আগে