অনলাইন ডেস্ক
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। দেশটির ইমার্জেন্সি ওয়ার্কার্সরা এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবারে কোয়েটজাল্টেনাঙ্গো শহরে স্বাধীনতা দিবসের উৎসব ‘জেলাফার’ চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। শহরটি গুয়াতেমালা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে স্বাধীনতা দিবসের কনসার্টে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
গুয়াতেমালার রেড ক্রস টুইটারে এ দুর্ঘটনার ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, চিকিৎসকেরা আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা গেছে। রেড ক্রস জানিয়েছে, গুয়াতেমালার রেড ক্রসের স্বেচ্ছাসেবক কর্মীরা ২০ জনের বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। ঘটনাস্থলে ৯ জন মারা গেছেন।
এদিকে বার্তা সংস্থা এপিকে ন্যান্সি কুইম নামের এক ব্যক্তি বলেছেন, ‘আমি কনসার্টে দেখতে গিয়েছিলাম। আমার মতো হাজার হাজার মানুষ সেখানে গিয়েছিল। বৃষ্টির কারণে সেখানে প্রচুর কাদা ছিল। এ জন্য অনেকেই পড়ে গেছে এবং উঠতে পারেনি।’
ন্যান্সি কুইম অভিযোগ করে বলেন, ‘পুরো এলাকা বন্ধ করে দিয়ে দুটি মাত্র প্রবেশদ্বার খোলা রাখা হয়েছিল। প্রবেশদ্বারগুলো আমার কাছে ছোট মনে হয়েছে। আমি বেশ দূরে ছিলাম এবং কনসার্ট শেষ হওয়ার কয়েক মিনিট চলে গিয়েছিলাম।’
স্থানীয় উদ্ধারকর্মীরা বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
গুয়াতেমালার সংবাদপত্র প্রেনসা লিব্রে জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তবে আল-জাজিরা স্বাধীনভাবে তথ্যটি যাচাই করতে পারেনি।
কোয়েটজাল্টেনঙ্গোর সিটি ম্যানেজার অ্যামিলকার রিভাস বলেছেন, ‘ইভেন্ট আয়োজকেরা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তবে অনুষ্ঠানের অনুমতি ছিল বলে জানিয়েছেন তিনি।
করোনা মহামারির কারণে দুই বছর স্বাধীনতা দিবসের উদ্যাপন বন্ধ ছিল গুয়াতেমালায়। দেশটি ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীন হয়েছেন। দুই বছর পর স্বাধীনতা দিবসের উদ্যাপন করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটল।
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। দেশটির ইমার্জেন্সি ওয়ার্কার্সরা এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবারে কোয়েটজাল্টেনাঙ্গো শহরে স্বাধীনতা দিবসের উৎসব ‘জেলাফার’ চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। শহরটি গুয়াতেমালা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে স্বাধীনতা দিবসের কনসার্টে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
গুয়াতেমালার রেড ক্রস টুইটারে এ দুর্ঘটনার ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, চিকিৎসকেরা আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা গেছে। রেড ক্রস জানিয়েছে, গুয়াতেমালার রেড ক্রসের স্বেচ্ছাসেবক কর্মীরা ২০ জনের বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। ঘটনাস্থলে ৯ জন মারা গেছেন।
এদিকে বার্তা সংস্থা এপিকে ন্যান্সি কুইম নামের এক ব্যক্তি বলেছেন, ‘আমি কনসার্টে দেখতে গিয়েছিলাম। আমার মতো হাজার হাজার মানুষ সেখানে গিয়েছিল। বৃষ্টির কারণে সেখানে প্রচুর কাদা ছিল। এ জন্য অনেকেই পড়ে গেছে এবং উঠতে পারেনি।’
ন্যান্সি কুইম অভিযোগ করে বলেন, ‘পুরো এলাকা বন্ধ করে দিয়ে দুটি মাত্র প্রবেশদ্বার খোলা রাখা হয়েছিল। প্রবেশদ্বারগুলো আমার কাছে ছোট মনে হয়েছে। আমি বেশ দূরে ছিলাম এবং কনসার্ট শেষ হওয়ার কয়েক মিনিট চলে গিয়েছিলাম।’
স্থানীয় উদ্ধারকর্মীরা বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
গুয়াতেমালার সংবাদপত্র প্রেনসা লিব্রে জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তবে আল-জাজিরা স্বাধীনভাবে তথ্যটি যাচাই করতে পারেনি।
কোয়েটজাল্টেনঙ্গোর সিটি ম্যানেজার অ্যামিলকার রিভাস বলেছেন, ‘ইভেন্ট আয়োজকেরা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তবে অনুষ্ঠানের অনুমতি ছিল বলে জানিয়েছেন তিনি।
করোনা মহামারির কারণে দুই বছর স্বাধীনতা দিবসের উদ্যাপন বন্ধ ছিল গুয়াতেমালায়। দেশটি ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীন হয়েছেন। দুই বছর পর স্বাধীনতা দিবসের উদ্যাপন করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটল।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে