অনলাইন ডেস্ক
ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখো হতে পারেন সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যোগসূত্র খুঁজে পেয়েছে মার্কিন কংগ্রেসের সিলেক্ট কমিটি। কমিটির ভাইস চেয়ার রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য লিজ চেনি বিষয়টি জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার লিজ চেনি জানিয়েছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হতে পারে।
লিজ চেনি বলেছেন, ‘এই বিষয়ে কমিটির পক্ষ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। বিচার বিভাগকে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। এ ক্ষেত্রে একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হতে পারে।’
চেনির এই বক্তব্য এমন সময়ে এল যার মাত্র কয়েক দিন আগে, ক্যাপিটাল হিলে হামলার ব্যাপারে ট্রাম্পের ব্যক্তিগত সহযোগী ক্যাসিডি হাচিনসন এক বিস্ফোরক সাক্ষ্য দিয়েছেন। হাচিনসন জানিয়েছিলেন, ৬ জানুয়ারি ট্রাম্প তাঁর সমর্থকদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সিক্রেট সার্ভিসের লোকেরা নিষেধ করায় ট্রাম্প রাগে ফেটে পড়েছিলেন।
এর আগে, কংগ্রেসের ওই তদন্ত কমিটির ভাইস-চেয়ারম্যান ও রিপাবলিকান দলের কংগ্রেস ওমেন লিজ চেনি জানিয়েছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অভ্যুত্থানের’ উদ্দেশ্যেই গত বছর ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন। সম্প্রতি ওই দাঙ্গার বিষয়ে কংগ্রেসের একটি তদন্ত কমিটির শুনানিতে এই তথ্য উঠে এসেছে।
কমিটির আরেক সদস্য ও ডেমোক্র্যাট দলের সদস্য বেনি থম্পসন বলেছেন, ‘ট্রাম্প এই হামলায় উসকানি দিয়েছিলেন। ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছিল।’
প্রায় এক বছর এই বিষয়ে তদন্ত চালিয়ে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব কমনসের সিলেক্ট কমিটি এই মামলার বিষয়ে কথা বলতে সামনে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনের সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ প্রকাশ করে।
ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখো হতে পারেন সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যোগসূত্র খুঁজে পেয়েছে মার্কিন কংগ্রেসের সিলেক্ট কমিটি। কমিটির ভাইস চেয়ার রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য লিজ চেনি বিষয়টি জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার লিজ চেনি জানিয়েছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হতে পারে।
লিজ চেনি বলেছেন, ‘এই বিষয়ে কমিটির পক্ষ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। বিচার বিভাগকে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। এ ক্ষেত্রে একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হতে পারে।’
চেনির এই বক্তব্য এমন সময়ে এল যার মাত্র কয়েক দিন আগে, ক্যাপিটাল হিলে হামলার ব্যাপারে ট্রাম্পের ব্যক্তিগত সহযোগী ক্যাসিডি হাচিনসন এক বিস্ফোরক সাক্ষ্য দিয়েছেন। হাচিনসন জানিয়েছিলেন, ৬ জানুয়ারি ট্রাম্প তাঁর সমর্থকদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সিক্রেট সার্ভিসের লোকেরা নিষেধ করায় ট্রাম্প রাগে ফেটে পড়েছিলেন।
এর আগে, কংগ্রেসের ওই তদন্ত কমিটির ভাইস-চেয়ারম্যান ও রিপাবলিকান দলের কংগ্রেস ওমেন লিজ চেনি জানিয়েছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অভ্যুত্থানের’ উদ্দেশ্যেই গত বছর ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন। সম্প্রতি ওই দাঙ্গার বিষয়ে কংগ্রেসের একটি তদন্ত কমিটির শুনানিতে এই তথ্য উঠে এসেছে।
কমিটির আরেক সদস্য ও ডেমোক্র্যাট দলের সদস্য বেনি থম্পসন বলেছেন, ‘ট্রাম্প এই হামলায় উসকানি দিয়েছিলেন। ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছিল।’
প্রায় এক বছর এই বিষয়ে তদন্ত চালিয়ে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব কমনসের সিলেক্ট কমিটি এই মামলার বিষয়ে কথা বলতে সামনে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনের সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ প্রকাশ করে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
১২ মিনিট আগেউত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৯ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে সঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৪ ঘণ্টা আগে