অনলাইন ডেস্ক
লাহোর আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় আমির বালাজ টিপুকে। অবশেষে লাহোরে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি।
পাকিস্তানের ডন পত্রিকার বরাতে জানা গেছে, গতকাল শনিবার লাহোরের চুং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির। সেখানেই তিনি অজ্ঞাত এক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। নিহত গ্যাংস্টার একটি পণ্য পরিবহন নেটওয়ার্কেরও মালিক ছিলেন।
গ্যাংস্টার আমিরের পরিবার বহু আগে থেকেই নানা সহিংসতা ও বিবাদের সঙ্গে জড়িত। তাঁর বাবা আরিফ আমির নিজেও ২০১০ সালে আল্লামা ইকবাল বিমানবন্দরে একটি মারাত্মক হামলার শিকার হয়েছিলেন এবং বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। আমিরের দাদারও নানা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে।
লাহোরের পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই আততায়ী আমিরসহ আরও দুই অতিথিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজনই মারাত্মক আহত হন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমিরের সশস্ত্র সহযোগীরা ওই হামলাকারীর দিকেও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত টিপুকে দ্রুত জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্যাংস্টার আমিরের অসংখ্য ভক্ত অনুরাগী ছিল। তাঁর মৃত্যুর খবরে সমর্থকদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর পেয়ে জিন্নাহ হাসপাতালের সামনে জড়ো হয় অসংখ্য মানুষ। তাদের মধ্যে বেশ কিছু নারীকে বুক চাপড়ে আর্তনাদ এবং হামলাকারীদের ভর্ৎসনা করতে দেখা গেছে। তারা উচ্চ স্বরে টিপুর প্রতি আনুগত্য প্রকাশ করছিলেন।
এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো চুং এলাকাটি সিল করে দিয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তারা হামলার নেপথ্য কারণ এবং হামলাকারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
লাহোর আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় আমির বালাজ টিপুকে। অবশেষে লাহোরে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি।
পাকিস্তানের ডন পত্রিকার বরাতে জানা গেছে, গতকাল শনিবার লাহোরের চুং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির। সেখানেই তিনি অজ্ঞাত এক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। নিহত গ্যাংস্টার একটি পণ্য পরিবহন নেটওয়ার্কেরও মালিক ছিলেন।
গ্যাংস্টার আমিরের পরিবার বহু আগে থেকেই নানা সহিংসতা ও বিবাদের সঙ্গে জড়িত। তাঁর বাবা আরিফ আমির নিজেও ২০১০ সালে আল্লামা ইকবাল বিমানবন্দরে একটি মারাত্মক হামলার শিকার হয়েছিলেন এবং বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। আমিরের দাদারও নানা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে।
লাহোরের পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই আততায়ী আমিরসহ আরও দুই অতিথিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজনই মারাত্মক আহত হন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমিরের সশস্ত্র সহযোগীরা ওই হামলাকারীর দিকেও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত টিপুকে দ্রুত জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্যাংস্টার আমিরের অসংখ্য ভক্ত অনুরাগী ছিল। তাঁর মৃত্যুর খবরে সমর্থকদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর পেয়ে জিন্নাহ হাসপাতালের সামনে জড়ো হয় অসংখ্য মানুষ। তাদের মধ্যে বেশ কিছু নারীকে বুক চাপড়ে আর্তনাদ এবং হামলাকারীদের ভর্ৎসনা করতে দেখা গেছে। তারা উচ্চ স্বরে টিপুর প্রতি আনুগত্য প্রকাশ করছিলেন।
এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো চুং এলাকাটি সিল করে দিয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তারা হামলার নেপথ্য কারণ এবং হামলাকারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে