অনলাইন ডেস্ক
পাকিস্তানের রাজনীতিতে সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতা ও ধোঁয়াশা যেন কাটছে না। সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করলেও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই অবস্থায় দুই দলের মধ্যে বিভাজন রেখা আরও দীর্ঘ হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার বিলাওয়াল ভুট্টো নওয়াজ শরিফের দলের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ঘোষণা করেছেন তাঁর বাবা ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেবে তাঁর দল।
এর আগে, পিএমএল-এন ও পিপিপির মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছিল যে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে নেবে দুই দল। তবে প্রথম আড়াই বছর ক্ষমতায় থাকবে নওয়াজের দলের প্রার্থী এবং পরের আড়াই বছর ক্ষমতায় থাকবে বিলাওয়ালের দলের প্রার্থী।
তবে পিপিপির সঙ্গে জোট বেঁধে এখনো সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পিএমএল-এন। এ বিষয়ে দলটির নেতা ইসহাক দার বলেছেন, সরকার গঠনের বিষয়ে দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে তা এখনই জনসমক্ষে প্রকাশ করা উচিত হবে না। তিনি বলেছেন, পিপিপি চেয়ারম্যান ক্ষমতা ভাগাভাগির যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার অনেকগুলোর দিকের মধ্যে একটি মাত্র। আরও অনেকগুলো বিকল্প আছে।
গতকাল রোববার সিন্ধ প্রদেশের ঠাট্টায় ইওয়াম-ই-তাশাকুর বা ধন্যবাদজ্ঞাপন দিবসে উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমাকে তাঁরা (পিএমএল-এন) বলেছিল যে, আমরা যেন তাদের ৩ বছর প্রধানমন্ত্রিত্ব করতে দিই এবং পরের দুই বছর আমরা প্রধানমন্ত্রিত্ব পাব।’
বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমি এই প্রস্তাবে না বলেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি প্রধানমন্ত্রী হলে, পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর হবে।’ এ সময় তিনি আরও বলেন, আমরা কোনো মন্ত্রিত্ব চাই না। তবে আমাদের আলাদা প্রস্তাব আছে।’
আসিফ আলী জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পিপিপি—এই বিষয়টি জানিয়ে বিলাওয়াল বলেন, তাঁর বাবা প্রেসিডেন্ট হলে তিনি দেশের রাজনৈতিক মতভেদ কমাতে ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে বিলাওয়াল বলেন, ‘দেশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জারদারি রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থী হবেন এবং যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি এই আগুন নেভাবেন এবং কেন্দ্র ও প্রদেশগুলোকে রক্ষা করবেন।’
পাকিস্তানের রাজনীতিতে সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতা ও ধোঁয়াশা যেন কাটছে না। সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করলেও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই অবস্থায় দুই দলের মধ্যে বিভাজন রেখা আরও দীর্ঘ হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার বিলাওয়াল ভুট্টো নওয়াজ শরিফের দলের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ঘোষণা করেছেন তাঁর বাবা ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেবে তাঁর দল।
এর আগে, পিএমএল-এন ও পিপিপির মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছিল যে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে নেবে দুই দল। তবে প্রথম আড়াই বছর ক্ষমতায় থাকবে নওয়াজের দলের প্রার্থী এবং পরের আড়াই বছর ক্ষমতায় থাকবে বিলাওয়ালের দলের প্রার্থী।
তবে পিপিপির সঙ্গে জোট বেঁধে এখনো সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পিএমএল-এন। এ বিষয়ে দলটির নেতা ইসহাক দার বলেছেন, সরকার গঠনের বিষয়ে দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে তা এখনই জনসমক্ষে প্রকাশ করা উচিত হবে না। তিনি বলেছেন, পিপিপি চেয়ারম্যান ক্ষমতা ভাগাভাগির যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার অনেকগুলোর দিকের মধ্যে একটি মাত্র। আরও অনেকগুলো বিকল্প আছে।
গতকাল রোববার সিন্ধ প্রদেশের ঠাট্টায় ইওয়াম-ই-তাশাকুর বা ধন্যবাদজ্ঞাপন দিবসে উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমাকে তাঁরা (পিএমএল-এন) বলেছিল যে, আমরা যেন তাদের ৩ বছর প্রধানমন্ত্রিত্ব করতে দিই এবং পরের দুই বছর আমরা প্রধানমন্ত্রিত্ব পাব।’
বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমি এই প্রস্তাবে না বলেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি প্রধানমন্ত্রী হলে, পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর হবে।’ এ সময় তিনি আরও বলেন, আমরা কোনো মন্ত্রিত্ব চাই না। তবে আমাদের আলাদা প্রস্তাব আছে।’
আসিফ আলী জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পিপিপি—এই বিষয়টি জানিয়ে বিলাওয়াল বলেন, তাঁর বাবা প্রেসিডেন্ট হলে তিনি দেশের রাজনৈতিক মতভেদ কমাতে ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে বিলাওয়াল বলেন, ‘দেশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জারদারি রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থী হবেন এবং যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি এই আগুন নেভাবেন এবং কেন্দ্র ও প্রদেশগুলোকে রক্ষা করবেন।’
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১১ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে