অনলাইন ডেস্ক
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’
ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।
ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।
মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’
ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।
ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।
মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১৩ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে