অনলাইন ডেস্ক
আস্থা ভোটে হেরে ২০২২ সালে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এর পর থেকেই তাঁর সময় ভালো যাচ্ছে না। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে পায়ে গুলি খেয়েছেন। দাঙ্গা, সন্ত্রাসবাদ, দুর্নীতিসহ ১৮০টি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
গত বছরের ৫ আগস্ট থেকে তাঁর জায়গা হয়েছে ৯ ফুট বাই ১১ ফুটের একটি কারাকক্ষে। ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না। যদিও পাকিস্তানে তাঁর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। টাইম ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইমরান খানের দল পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতাদের নির্বাচনের বাইরে রাখতে সবকিছু করেছে দেশটির সামরিক বাহিনী। এই বাহিনীই পাকিস্তানের রাজনীতিতে অলিখিত এবং প্রায় একপ্রকার স্বঘোষিত কিংমেকার।
পিটিআই নেতাদের ওপর কয়েক মাস ধরে দমন-পীড়ন চলছে। অনেকে বাধ্য হয়েছেন দল ছাড়তে। ভোটে ইমরানের বিরোধীদের সুবিধা দিতে সংসদীয় আসনগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতি তুলে ধরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সেন্টার ফর মুসলিম স্টেটসের পরিচালক সামিনা ইয়াসমিন বলেন, পাকিস্তানে নির্বাচন হবে। তবে এই নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
গত মাসে পিটিআইয়ের ‘ব্যাট’ প্রতীক বাতিল হয়েছে। পাকিস্তানে ৪০ শতাংশ মানুষ নিরক্ষর। সেখানে এই প্রতীক বাতিল দলটির জন্য ক্ষতিকর হবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে ইমরান খানের সাবেক বিশেষ সহকারী ও পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বলেন, এই প্রতীক বাতিলের মধ্য দিয়ে মূলত দলকে দন্তহীন করা হয়েছে।
তবে জনপ্রিয়তায় পিছিয়ে নেই ইমরান খান। জরিপ সংস্থা গ্যালাপের দেওয়া তথ্য অনুসারে, পাকিস্তানে ৫৭ শতাংশ মানুষের মধ্যে জনপ্রিয় ইমরান। আর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা নওয়াজ শরিফকে সমর্থন করছেন ৫২ শতাংশ মানুষ। এ প্রসঙ্গে সামিনা ইয়াসমিন বলেন, প্রান্তিক মানুষের মধ্যে জনপ্রিয় ইমরান খান।
আস্থা ভোটে হেরে ২০২২ সালে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এর পর থেকেই তাঁর সময় ভালো যাচ্ছে না। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে পায়ে গুলি খেয়েছেন। দাঙ্গা, সন্ত্রাসবাদ, দুর্নীতিসহ ১৮০টি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
গত বছরের ৫ আগস্ট থেকে তাঁর জায়গা হয়েছে ৯ ফুট বাই ১১ ফুটের একটি কারাকক্ষে। ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না। যদিও পাকিস্তানে তাঁর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। টাইম ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইমরান খানের দল পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতাদের নির্বাচনের বাইরে রাখতে সবকিছু করেছে দেশটির সামরিক বাহিনী। এই বাহিনীই পাকিস্তানের রাজনীতিতে অলিখিত এবং প্রায় একপ্রকার স্বঘোষিত কিংমেকার।
পিটিআই নেতাদের ওপর কয়েক মাস ধরে দমন-পীড়ন চলছে। অনেকে বাধ্য হয়েছেন দল ছাড়তে। ভোটে ইমরানের বিরোধীদের সুবিধা দিতে সংসদীয় আসনগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতি তুলে ধরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সেন্টার ফর মুসলিম স্টেটসের পরিচালক সামিনা ইয়াসমিন বলেন, পাকিস্তানে নির্বাচন হবে। তবে এই নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
গত মাসে পিটিআইয়ের ‘ব্যাট’ প্রতীক বাতিল হয়েছে। পাকিস্তানে ৪০ শতাংশ মানুষ নিরক্ষর। সেখানে এই প্রতীক বাতিল দলটির জন্য ক্ষতিকর হবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে ইমরান খানের সাবেক বিশেষ সহকারী ও পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বলেন, এই প্রতীক বাতিলের মধ্য দিয়ে মূলত দলকে দন্তহীন করা হয়েছে।
তবে জনপ্রিয়তায় পিছিয়ে নেই ইমরান খান। জরিপ সংস্থা গ্যালাপের দেওয়া তথ্য অনুসারে, পাকিস্তানে ৫৭ শতাংশ মানুষের মধ্যে জনপ্রিয় ইমরান। আর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা নওয়াজ শরিফকে সমর্থন করছেন ৫২ শতাংশ মানুষ। এ প্রসঙ্গে সামিনা ইয়াসমিন বলেন, প্রান্তিক মানুষের মধ্যে জনপ্রিয় ইমরান খান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
২ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
৪ ঘণ্টা আগে