অনলাইন ডেস্ক
জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাতে আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হলে চলবে না। দেশের সব শপিং মল, বাজার ও দোকানপাট রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খাজা আসিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দেওয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের এই পরিকল্পনা নেওয়ার অন্যতম কারণ হলো দেশটির রিজার্ভে টান পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে ৫৮০ কোটি ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে বড়জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, তা-ও বিলম্বিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।
রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তানের অর্থনীতির আজ এই হাল বলে মত বিশ্লেষকদের। এর মধ্যেই দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে ছিল দেশটি, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের।
জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাতে আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হলে চলবে না। দেশের সব শপিং মল, বাজার ও দোকানপাট রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খাজা আসিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দেওয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের এই পরিকল্পনা নেওয়ার অন্যতম কারণ হলো দেশটির রিজার্ভে টান পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে ৫৮০ কোটি ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে বড়জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, তা-ও বিলম্বিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।
রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তানের অর্থনীতির আজ এই হাল বলে মত বিশ্লেষকদের। এর মধ্যেই দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে ছিল দেশটি, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৬ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৮ ঘণ্টা আগে