অনলাইন ডেস্ক
পাকিস্তানের কারাবন্দী নেতা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় তথ্য সম্পাদক রউফ হাসান আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। হাসান দাবি করেন, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনের পর এর ফলাফলে রাতভর কারচুপি করা হয়েছে। প্রাথমিকভাবে যারা জয়ী ছিল তাদের পরাজিত ও বিপরীত ফলাফল ঘোষণা করা হয়েছে।
তারপরও নির্বাচনের যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতে গণমাধ্যমের উদ্দেশে হাসান গর্বিতভাবে ঘোষণা করেন—পিটিআই জাতীয়ভাবে এবং খাইবার-পাখতুনখোয়া (কে-পি) ও পাঞ্জাবে একক বৃহৎ রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। পিটিআইকে এমন সমর্থন ও ভোটার উপস্থিতির জন্য সাধারণ মানুষকে কৃতিত্ব দেন তিনি। দাবি করেন, ভোটের ফলই বলে দিচ্ছে জনগণ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকেই চায়।
আজ শুক্রবার রাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কেন্দ্রীয় তথ্য সম্পাদক জনগণের সিদ্ধান্তকে নস্যাৎ করতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ধরনের প্রচেষ্টার ভয়াবহ পরিণতি হবে।’ তিনি ক্ষমতায় থাকা ব্যক্তিদের ভোটারদের পছন্দকে সম্মান করার আহ্বান জানান।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসান দাবি করেন, পিটিআই প্রার্থীরা আগের রাতে বেশ কয়েকটি আসনে এগিয়ে থাকলেও, ফলাফল রাতারাতি হেরফের হয়ে গেছে। তাদের স্পষ্ট জয়গুলো পরাজয়ে পরিণত করা হয়েছে।
পিপিপির আসিফ আলি জারদারি এবং পিএমএল-এন পার্টির নওয়াজ শরিফ পিটিআই সমর্থিত বিজয়ী প্রার্থীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন হাসান। এ সময় পিটিআই-এর সদস্যদের আদর্শিক প্রতিশ্রুতির প্রতি আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জোর দিয়ে বলেছেন, পিটিআই সমর্থিত প্রার্থীদের আনুগত্য কেনার প্রচেষ্টা নিরর্থক হবে।
এদিকে, বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই নির্বাচনের পূর্ণ ফল ঘোষণা করা হয়নি। তবে এই সময় পর্যন্ত দ্য এক্সপ্রেস ট্রিবিউনের লাইভ ফলাফলে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীদের পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নওয়াজ শরীফের দল পিএমএল-এন যখন ৫৯টি এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি যখন ৫০টি আসন নিশ্চিত করেছে তখন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা নিশ্চিত করেছেন ৮৯টি আসন।
স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় পরিষ্কার ব্যবধানে পিছিয়ে থাকলেও সাবেক প্রধানমন্ত্রী এবং পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল ‘একক-বৃহত্তর দল’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না স্বীকার করে বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ মাওলানা ফজলুর রহমান ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের খালিদ মকবুল সিদ্দিকীকে জোট সরকার গঠনের প্রস্তাব দেন।
বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাহোরে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে নওয়াজ বলেন, ‘আমরা সব দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করি।’
এ সময় ‘ঐক্য সরকার’ গঠনের ইঙ্গিত দিয়ে নওয়াজ বলেন, ‘সব দলের দায়িত্ব একসঙ্গে সরকার গঠন করা এবং পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনা। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তবেই পাকিস্তান এই সংকট থেকে বেরিয়ে আসবে।’
তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আরও বলেন, ‘পাকিস্তানের অন্তত ১০ বছরের স্থিতিশীলতা দরকার। যারা সংঘাতের মেজাজে আছেন, তাদের বলতে চাই—আমরা কোনো লড়াই চাই না। আমাদের সবাইকে একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে এবং পাকিস্তানকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে হবে। কিন্তু ভুলের কারণে আমরা তা আগে করতে পারিনি।’
এ সময় পিএমএল-এন একক দল হিসেবে সরকার গঠনের অবস্থানে নেই স্বীকার করে নওয়াজ তাঁর প্রাক্তন জোটের শরিকদের একসঙ্গে বসে ঐক্য সরকার গঠন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি শেহবাজ শরীফকে আজ রাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দিয়েছি। আমি তাকে আসিফ আলী জারদারি, মাওলানা ফজলুর রহমান এবং খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে দেখা করতে বলেছি।’
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে, নওয়াজ শরীফের জোর সরকারের প্রস্তাবের পর রাতেই লাহোরে পৌঁছেছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। ধারণা করা হচ্ছে, সরকার গঠনের বিষয়ে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি।
পাকিস্তানের কারাবন্দী নেতা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় তথ্য সম্পাদক রউফ হাসান আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। হাসান দাবি করেন, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনের পর এর ফলাফলে রাতভর কারচুপি করা হয়েছে। প্রাথমিকভাবে যারা জয়ী ছিল তাদের পরাজিত ও বিপরীত ফলাফল ঘোষণা করা হয়েছে।
তারপরও নির্বাচনের যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতে গণমাধ্যমের উদ্দেশে হাসান গর্বিতভাবে ঘোষণা করেন—পিটিআই জাতীয়ভাবে এবং খাইবার-পাখতুনখোয়া (কে-পি) ও পাঞ্জাবে একক বৃহৎ রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। পিটিআইকে এমন সমর্থন ও ভোটার উপস্থিতির জন্য সাধারণ মানুষকে কৃতিত্ব দেন তিনি। দাবি করেন, ভোটের ফলই বলে দিচ্ছে জনগণ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকেই চায়।
আজ শুক্রবার রাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কেন্দ্রীয় তথ্য সম্পাদক জনগণের সিদ্ধান্তকে নস্যাৎ করতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ধরনের প্রচেষ্টার ভয়াবহ পরিণতি হবে।’ তিনি ক্ষমতায় থাকা ব্যক্তিদের ভোটারদের পছন্দকে সম্মান করার আহ্বান জানান।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসান দাবি করেন, পিটিআই প্রার্থীরা আগের রাতে বেশ কয়েকটি আসনে এগিয়ে থাকলেও, ফলাফল রাতারাতি হেরফের হয়ে গেছে। তাদের স্পষ্ট জয়গুলো পরাজয়ে পরিণত করা হয়েছে।
পিপিপির আসিফ আলি জারদারি এবং পিএমএল-এন পার্টির নওয়াজ শরিফ পিটিআই সমর্থিত বিজয়ী প্রার্থীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন হাসান। এ সময় পিটিআই-এর সদস্যদের আদর্শিক প্রতিশ্রুতির প্রতি আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জোর দিয়ে বলেছেন, পিটিআই সমর্থিত প্রার্থীদের আনুগত্য কেনার প্রচেষ্টা নিরর্থক হবে।
এদিকে, বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই নির্বাচনের পূর্ণ ফল ঘোষণা করা হয়নি। তবে এই সময় পর্যন্ত দ্য এক্সপ্রেস ট্রিবিউনের লাইভ ফলাফলে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীদের পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নওয়াজ শরীফের দল পিএমএল-এন যখন ৫৯টি এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি যখন ৫০টি আসন নিশ্চিত করেছে তখন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা নিশ্চিত করেছেন ৮৯টি আসন।
স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় পরিষ্কার ব্যবধানে পিছিয়ে থাকলেও সাবেক প্রধানমন্ত্রী এবং পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল ‘একক-বৃহত্তর দল’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না স্বীকার করে বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ মাওলানা ফজলুর রহমান ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের খালিদ মকবুল সিদ্দিকীকে জোট সরকার গঠনের প্রস্তাব দেন।
বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাহোরে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে নওয়াজ বলেন, ‘আমরা সব দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করি।’
এ সময় ‘ঐক্য সরকার’ গঠনের ইঙ্গিত দিয়ে নওয়াজ বলেন, ‘সব দলের দায়িত্ব একসঙ্গে সরকার গঠন করা এবং পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনা। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তবেই পাকিস্তান এই সংকট থেকে বেরিয়ে আসবে।’
তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আরও বলেন, ‘পাকিস্তানের অন্তত ১০ বছরের স্থিতিশীলতা দরকার। যারা সংঘাতের মেজাজে আছেন, তাদের বলতে চাই—আমরা কোনো লড়াই চাই না। আমাদের সবাইকে একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে এবং পাকিস্তানকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে হবে। কিন্তু ভুলের কারণে আমরা তা আগে করতে পারিনি।’
এ সময় পিএমএল-এন একক দল হিসেবে সরকার গঠনের অবস্থানে নেই স্বীকার করে নওয়াজ তাঁর প্রাক্তন জোটের শরিকদের একসঙ্গে বসে ঐক্য সরকার গঠন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি শেহবাজ শরীফকে আজ রাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দিয়েছি। আমি তাকে আসিফ আলী জারদারি, মাওলানা ফজলুর রহমান এবং খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে দেখা করতে বলেছি।’
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে, নওয়াজ শরীফের জোর সরকারের প্রস্তাবের পর রাতেই লাহোরে পৌঁছেছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। ধারণা করা হচ্ছে, সরকার গঠনের বিষয়ে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি।
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩৩ মিনিট আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
১ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
২ ঘণ্টা আগেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
৩ ঘণ্টা আগে