অনলাইন ডেস্ক
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক টুইটার পোস্টের মাধ্যমে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটার পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী তাঁর সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।
জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি একটি আন্তসেবা ফোরাম। এই ফোরাম তিনটি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য কাজ করে থাকে। সিজেসিএসসি প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল কমান্ড অথোরিটির প্রধান সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করে।
মরিয়ম আওরঙ্গজেব আরও বলেছেন, এ দুই শীর্ষ সামরিক কর্মকর্তার নিয়োগসংক্রান্ত সারসংক্ষেপ প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে।
এই ঘোষণার পর একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ নিয়োগকে ‘রাজনীতির চোখ’ দিয়ে দেখা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট এ দুটি নিয়োগকে ‘বিতর্কিত’ করবেন না এবং প্রধানমন্ত্রীর পরামর্শকে সমর্থন করবেন।
এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক টুইটার পোস্টে বলেছেন, এই নিয়োগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি পরীক্ষা হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট আলভির জন্যও একটি পরীক্ষা। তিনি রাজনৈতিক পরামর্শ নাকি সাংবিধানিক ও আইনি পরামর্শ অনুসরণ করেন, সেটিই দেখার বিষয়।
এর আগে ইমরান খান দাবি করেছিলেন, ‘প্রেসিডেন্ট আলভির কার্যালয়ে পরবর্তী সেনাপ্রধান নিয়োগের সারসংক্ষেপ পৌঁছানোর পর তিনি অবশ্যই তাঁর সঙ্গে পরামর্শ করবেন। কারণ আলভি যে দলের সদস্য, আমি সেই দলের প্রধান।’
বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির। সেনাপ্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তাঁদের মধ্যে অসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ ছিলেন।
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক টুইটার পোস্টের মাধ্যমে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটার পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী তাঁর সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।
জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি একটি আন্তসেবা ফোরাম। এই ফোরাম তিনটি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য কাজ করে থাকে। সিজেসিএসসি প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল কমান্ড অথোরিটির প্রধান সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করে।
মরিয়ম আওরঙ্গজেব আরও বলেছেন, এ দুই শীর্ষ সামরিক কর্মকর্তার নিয়োগসংক্রান্ত সারসংক্ষেপ প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে।
এই ঘোষণার পর একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ নিয়োগকে ‘রাজনীতির চোখ’ দিয়ে দেখা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট এ দুটি নিয়োগকে ‘বিতর্কিত’ করবেন না এবং প্রধানমন্ত্রীর পরামর্শকে সমর্থন করবেন।
এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক টুইটার পোস্টে বলেছেন, এই নিয়োগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি পরীক্ষা হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট আলভির জন্যও একটি পরীক্ষা। তিনি রাজনৈতিক পরামর্শ নাকি সাংবিধানিক ও আইনি পরামর্শ অনুসরণ করেন, সেটিই দেখার বিষয়।
এর আগে ইমরান খান দাবি করেছিলেন, ‘প্রেসিডেন্ট আলভির কার্যালয়ে পরবর্তী সেনাপ্রধান নিয়োগের সারসংক্ষেপ পৌঁছানোর পর তিনি অবশ্যই তাঁর সঙ্গে পরামর্শ করবেন। কারণ আলভি যে দলের সদস্য, আমি সেই দলের প্রধান।’
বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির। সেনাপ্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তাঁদের মধ্যে অসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ ছিলেন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪১ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে