অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৩ ঘণ্টা আগে