অনলাইন ডেস্ক
দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডলারের বিপরীতে দাম কমেছে পাকিস্তানি রুপির। অপরদিকে, দেশজুড়ে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে সিন্ধু প্রদেশে। সারা দেশেই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায়।
শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের আশঙ্কা ইমরান খান তাঁর বর্তমান অবস্থান পেশোয়ার থেকে যেকোনো মুহূর্তে ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে রওনা হতে পারেন। তবে লংমার্চ যেন সফল না হতে পারে সে কারণে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের।
এদিকে, পাকিস্তানের বড় বড় শহর—খাইবার পাখতুনখাওয়া, কোয়েটা, শুক্কুর, লারকানা, হায়দারাবাদ এবং করাচিতে বিপুল পরিমাণ ইমরান খান সমর্থক জমায়েত হয়েছেন লংমার্চের জন্য।
বিশ্লেষকদের আশঙ্কা, সরকার লংমার্চ দমনে কঠোর অবস্থানে যেতে পারে। এমনি সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে বিরোধীদের ওপর। ফলে, দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে।
দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডলারের বিপরীতে দাম কমেছে পাকিস্তানি রুপির। অপরদিকে, দেশজুড়ে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে সিন্ধু প্রদেশে। সারা দেশেই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায়।
শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের আশঙ্কা ইমরান খান তাঁর বর্তমান অবস্থান পেশোয়ার থেকে যেকোনো মুহূর্তে ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে রওনা হতে পারেন। তবে লংমার্চ যেন সফল না হতে পারে সে কারণে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের।
এদিকে, পাকিস্তানের বড় বড় শহর—খাইবার পাখতুনখাওয়া, কোয়েটা, শুক্কুর, লারকানা, হায়দারাবাদ এবং করাচিতে বিপুল পরিমাণ ইমরান খান সমর্থক জমায়েত হয়েছেন লংমার্চের জন্য।
বিশ্লেষকদের আশঙ্কা, সরকার লংমার্চ দমনে কঠোর অবস্থানে যেতে পারে। এমনি সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে বিরোধীদের ওপর। ফলে, দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে।
শনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
২ ঘণ্টা আগেসুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে