অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় জিম্মি উদ্ধার করতে অভিযানে নেমেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কিন্তু যেসব জিম্মিকে উদ্ধারে গিয়েছিল, তাঁদের তিনজনকে গুলি করে হত্যা করেছে তারা। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসরায়েলে বন্দীদের মুক্তির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বা যেকোনো চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘যে তিন জিম্মি নিজ সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন, তাঁরা সেনাদের দিকে আসছিলেন। তখন তাঁদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে গুলি ছোড়া হয়।’
পরবর্তী সময় মরদেহের কাছে গিয়ে সন্দেহ হলে, সেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, নিহত ব্যক্তিরা ইসরায়েলি। তাঁদের গত ৭ অক্টোবর হামাস গাজায় ধরে নিয়ে গিয়েছিল।
সেনাবাহিনী জিম্মিদের হত্যার কথা স্বীকার করার পরই গতকাল রাতে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় শত শত মানুষ। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। সেখানে জড়ো হওয়া জিম্মিদের আত্মীয়স্বজনেরা দাবি জানায়, এখনো যারা গাজায় আটকে আছেন, তাঁদের উদ্ধারে যেন হামাসের সঙ্গে আলোচনা শুরু করা হয়।
গত ২৪ নভেম্বর হামাসের সঙ্গে ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। যা সাত দিন স্থায়ী ছিল। এই সাত দিনে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া অনেককে প্ল্যাকার্ড হাতে দেখা যায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রতিদিন, একজন জিম্মি মারা যাচ্ছে।’
ইতাই এসভিরস্কি নামের এক জিম্মির বোন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি ভয়ে মরে যাচ্ছি। আমরা এখনই চুক্তি (যুদ্ধবিরতি) চাই।’
এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে মোসাদপ্রধান ডেভিড বার্নিয়াকে কাতার ভ্রমণে নিষেধ করেছেন বলে জানা গেছে।
এদিকে নিউজ সাইট ওয়ালা জানিয়েছে, নেতানিয়াহু ঘটনার পর থেকেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এই সপ্তাহান্তে ইউরোপে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে দেখা করার জন্য বার্নিয়া পাঠাতে সম্মত হয়েছেন। তাঁরা আরেকটি জিম্মি বিনিময় চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে পারেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় জিম্মি উদ্ধার করতে অভিযানে নেমেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কিন্তু যেসব জিম্মিকে উদ্ধারে গিয়েছিল, তাঁদের তিনজনকে গুলি করে হত্যা করেছে তারা। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসরায়েলে বন্দীদের মুক্তির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বা যেকোনো চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘যে তিন জিম্মি নিজ সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন, তাঁরা সেনাদের দিকে আসছিলেন। তখন তাঁদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে গুলি ছোড়া হয়।’
পরবর্তী সময় মরদেহের কাছে গিয়ে সন্দেহ হলে, সেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, নিহত ব্যক্তিরা ইসরায়েলি। তাঁদের গত ৭ অক্টোবর হামাস গাজায় ধরে নিয়ে গিয়েছিল।
সেনাবাহিনী জিম্মিদের হত্যার কথা স্বীকার করার পরই গতকাল রাতে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় শত শত মানুষ। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। সেখানে জড়ো হওয়া জিম্মিদের আত্মীয়স্বজনেরা দাবি জানায়, এখনো যারা গাজায় আটকে আছেন, তাঁদের উদ্ধারে যেন হামাসের সঙ্গে আলোচনা শুরু করা হয়।
গত ২৪ নভেম্বর হামাসের সঙ্গে ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। যা সাত দিন স্থায়ী ছিল। এই সাত দিনে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া অনেককে প্ল্যাকার্ড হাতে দেখা যায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রতিদিন, একজন জিম্মি মারা যাচ্ছে।’
ইতাই এসভিরস্কি নামের এক জিম্মির বোন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি ভয়ে মরে যাচ্ছি। আমরা এখনই চুক্তি (যুদ্ধবিরতি) চাই।’
এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে মোসাদপ্রধান ডেভিড বার্নিয়াকে কাতার ভ্রমণে নিষেধ করেছেন বলে জানা গেছে।
এদিকে নিউজ সাইট ওয়ালা জানিয়েছে, নেতানিয়াহু ঘটনার পর থেকেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এই সপ্তাহান্তে ইউরোপে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে দেখা করার জন্য বার্নিয়া পাঠাতে সম্মত হয়েছেন। তাঁরা আরেকটি জিম্মি বিনিময় চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে পারেন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৩ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৮ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে