অনলাইন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রধান নসরুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের ডাক দেবেন—এমন আলোচনা ছিল কয়েক দিন ধরে। এই আলোচনার মধ্যেই এবার নসরুল্লাহ ঘোষণা দিলেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে এবং এই যুদ্ধ চলছে গত ৮ অক্টোবর থেকে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।
হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহ দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে এরই মধ্যে ৫৭ জন লেবানিজ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
নসরুল্লাহ বলেন, ‘আমাদের বাহিনীর অগ্রভাগে যা ঘটছে, তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। কারণ, সমুদ্র থেকে শেবা ফার্ম উপত্যকা পর্যন্ত সব ইসরায়েলি অবস্থান আমাদের দৈনন্দিন আক্রমণের লক্ষ্যবস্তু।’
হিজবুল্লাহপ্রধান দাবি করেছেন, ইসরায়েলের ট্যাংক থেকে শুরু করে ড্রোন, সৈন্য এবং নজরদারি যন্ত্রগুলোর ওপর নিয়মিত হামলা পরিচালনা করছে তাঁর বাহিনী। এই অবস্থায় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী তাদের এক-তৃতীয়াংশ সৈন্যকে জড়ো করতে বাধ্য হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে ইসরায়েলি সক্ষমতার অর্ধেকই লেবাননের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং দেশটির বিমানবাহিনীর এক-চতুর্থাংশকে লেবাননের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। এ ছাড়া মিসাইলবিধ্বংসী আয়রন ডোমসহ রকেট ডিফেন্স সিস্টেমের অর্ধেকই ইসরায়েল হিজবুল্লাহকে মোকাবিলা করার জন্য মোতায়েন করেছে।
নসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে কোনো হামলা করে বসে, তবে তা হবে অভূতপূর্ব মূর্খতা।
ইসরায়েলের সঙ্গে লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রধান নসরুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের ডাক দেবেন—এমন আলোচনা ছিল কয়েক দিন ধরে। এই আলোচনার মধ্যেই এবার নসরুল্লাহ ঘোষণা দিলেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে এবং এই যুদ্ধ চলছে গত ৮ অক্টোবর থেকে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।
হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহ দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে এরই মধ্যে ৫৭ জন লেবানিজ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
নসরুল্লাহ বলেন, ‘আমাদের বাহিনীর অগ্রভাগে যা ঘটছে, তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। কারণ, সমুদ্র থেকে শেবা ফার্ম উপত্যকা পর্যন্ত সব ইসরায়েলি অবস্থান আমাদের দৈনন্দিন আক্রমণের লক্ষ্যবস্তু।’
হিজবুল্লাহপ্রধান দাবি করেছেন, ইসরায়েলের ট্যাংক থেকে শুরু করে ড্রোন, সৈন্য এবং নজরদারি যন্ত্রগুলোর ওপর নিয়মিত হামলা পরিচালনা করছে তাঁর বাহিনী। এই অবস্থায় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী তাদের এক-তৃতীয়াংশ সৈন্যকে জড়ো করতে বাধ্য হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে ইসরায়েলি সক্ষমতার অর্ধেকই লেবাননের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং দেশটির বিমানবাহিনীর এক-চতুর্থাংশকে লেবাননের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। এ ছাড়া মিসাইলবিধ্বংসী আয়রন ডোমসহ রকেট ডিফেন্স সিস্টেমের অর্ধেকই ইসরায়েল হিজবুল্লাহকে মোকাবিলা করার জন্য মোতায়েন করেছে।
নসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে কোনো হামলা করে বসে, তবে তা হবে অভূতপূর্ব মূর্খতা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
৭ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১০ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১১ ঘণ্টা আগে