অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দেওয়া হলেও তা লেবানন–ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর জন্য প্রযোজ্য হবে না। গতকাল শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাইমস অব ইসরায়েলে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘হিজবুল্লাহ যদি ভেবে থাকে, দক্ষিণে যুদ্ধবিরতি চললে তাদের সঙ্গেও যুদ্ধ বন্ধ থাকবে, তবে তারা বিরাট ভুল করছে।’
গালান্ত বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এমন কোনো পরিস্থিতিতে না পৌঁছাচ্ছে যেখানে (ইসরায়েলের) উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থামব না। কূটনৈতিকভাবে হোক বা সামরিক উপায়ে, নিরাপত্তা ফিরিয়ে আনার পরই আমরা শান্ত হব।’
এর আগে গত ডিসেম্বরে গালান্ত হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে পাঠিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে হিজবুল্লাহকে একটি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে লিতানির বাইরে ঠেলে দিয়ে বাসিন্দাদের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’
এমনকি গত মাসে এ প্রস্তাব পুরোপুরি বাস্তবায়িত করতে প্রস্তুত বলে জানায় লেবানন সরকার।
গত ৮ জানুয়ারি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বউ হাবিব বলেন, ‘প্রস্তাব ১৭০১ পুরোপুরি কার্যকর করতে লেবানন প্রস্তুত। এর পরিবর্তে ইসরায়েলকে দখলকৃত লেবানন ভূমিকে মুক্ত করতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বে আঘাত করা বন্ধ করতে হবে।’
রেজুলেশনে ইসরায়েলের সহিংসতা সম্পূর্ণরূপে বন্ধ করার ও দক্ষিণ লেবানন দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
গত অক্টোবর থেকেই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টাপাল্টি হামলা চলছে। ২০০৬ সালের সর্বাত্মক যুদ্ধের পর এই প্রথম দুই পক্ষ এমন মাত্রার লড়াইয়ে জড়াল।
গত ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা শুরু হয়। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দেওয়া হলেও তা লেবানন–ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর জন্য প্রযোজ্য হবে না। গতকাল শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাইমস অব ইসরায়েলে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘হিজবুল্লাহ যদি ভেবে থাকে, দক্ষিণে যুদ্ধবিরতি চললে তাদের সঙ্গেও যুদ্ধ বন্ধ থাকবে, তবে তারা বিরাট ভুল করছে।’
গালান্ত বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এমন কোনো পরিস্থিতিতে না পৌঁছাচ্ছে যেখানে (ইসরায়েলের) উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থামব না। কূটনৈতিকভাবে হোক বা সামরিক উপায়ে, নিরাপত্তা ফিরিয়ে আনার পরই আমরা শান্ত হব।’
এর আগে গত ডিসেম্বরে গালান্ত হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে পাঠিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে হিজবুল্লাহকে একটি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে লিতানির বাইরে ঠেলে দিয়ে বাসিন্দাদের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’
এমনকি গত মাসে এ প্রস্তাব পুরোপুরি বাস্তবায়িত করতে প্রস্তুত বলে জানায় লেবানন সরকার।
গত ৮ জানুয়ারি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বউ হাবিব বলেন, ‘প্রস্তাব ১৭০১ পুরোপুরি কার্যকর করতে লেবানন প্রস্তুত। এর পরিবর্তে ইসরায়েলকে দখলকৃত লেবানন ভূমিকে মুক্ত করতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বে আঘাত করা বন্ধ করতে হবে।’
রেজুলেশনে ইসরায়েলের সহিংসতা সম্পূর্ণরূপে বন্ধ করার ও দক্ষিণ লেবানন দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
গত অক্টোবর থেকেই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টাপাল্টি হামলা চলছে। ২০০৬ সালের সর্বাত্মক যুদ্ধের পর এই প্রথম দুই পক্ষ এমন মাত্রার লড়াইয়ে জড়াল।
গত ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা শুরু হয়। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৫ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১০ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে