অনলাইন ডেস্ক
গায়ের জোরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৯৪৮ সালে প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল ও দেশটির দোসররা। এর প্রতিবেশী দেশগুলো এবং আরব বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, কিন্তু কোনোটিই গত বছরের ৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনের মতো দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলার পর পেরিয়ে গেছে ১১৯ দিন। ১৯৪৮ সালের পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধই এতটা দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘদিন যুদ্ধ হয় প্রথম লেবানন যুদ্ধের সময়। ১৯৮২ সালে সংঘটিত সেই যুদ্ধ চলেছিল টানা ১১৬ দিন। মূলত হামাস-ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের সময়কাল পার করেই সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এরপর, ২০০৬ সালে সংঘটিত দ্বিতীয় লেবানন যুদ্ধ চলছিল টানা ৩৪ দিন। তার আগে ১৯৭৩ সালে ইয়াম কিপ্পুরের যুদ্ধ ছিল ১৯ দিনের। তারও আগে আরব বিশ্বের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েল।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ২৮৭ জন। তার আগে ইসরায়েলে হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি বেসামরিক ও সামরিক লোক নিহত হয়েছিল।
গায়ের জোরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৯৪৮ সালে প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল ও দেশটির দোসররা। এর প্রতিবেশী দেশগুলো এবং আরব বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, কিন্তু কোনোটিই গত বছরের ৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনের মতো দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলার পর পেরিয়ে গেছে ১১৯ দিন। ১৯৪৮ সালের পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধই এতটা দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘদিন যুদ্ধ হয় প্রথম লেবানন যুদ্ধের সময়। ১৯৮২ সালে সংঘটিত সেই যুদ্ধ চলেছিল টানা ১১৬ দিন। মূলত হামাস-ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের সময়কাল পার করেই সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এরপর, ২০০৬ সালে সংঘটিত দ্বিতীয় লেবানন যুদ্ধ চলছিল টানা ৩৪ দিন। তার আগে ১৯৭৩ সালে ইয়াম কিপ্পুরের যুদ্ধ ছিল ১৯ দিনের। তারও আগে আরব বিশ্বের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েল।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ২৮৭ জন। তার আগে ইসরায়েলে হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি বেসামরিক ও সামরিক লোক নিহত হয়েছিল।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে