অনলাইন ডেস্ক
ঢাকা: ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ পেতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল ফিলিস্তিন। সেই চুক্তিটি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’
এ নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাদেরকে বলেছিল যে জুলাই অথবা আগস্টে টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হবে। কিন্তু সেগুলো মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। টিকাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই আমরা সেগুলো নিচ্ছি না। ’
ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।
ঢাকা: ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ পেতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল ফিলিস্তিন। সেই চুক্তিটি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’
এ নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাদেরকে বলেছিল যে জুলাই অথবা আগস্টে টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হবে। কিন্তু সেগুলো মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। টিকাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই আমরা সেগুলো নিচ্ছি না। ’
ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৩১ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে