অনলাইন ডেস্ক
আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক ও দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি নেতানিয়াহুর জোটের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ নেতানিয়াহুকে তাঁর জয়ে অভিনন্দন জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত চার বছরের মধ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে কট্টর ডানপন্থীদের সরকার গঠিত হতে যাচ্ছে। দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে এবং এতে নেতানিয়াহু ও তাঁর জোটই এগিয়ে রয়েছে। ১৪ মাস বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের পর নেতানিয়াহু এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছেন।
এদিকে নেতানিয়াহুর এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ। তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী লাপিদ নির্বাচনে বিজয়ের জন্য বিরোধীদলীয় নেতা নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁকে জানিয়েছেন যে, তিনি তাঁর পুরো কার্যালয়কে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।’
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টি পেয়েছে ৩১টি আসন, জোটের অন্যান্য শরিকের মধ্যে কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টি পেয়েছে ১৪টি আসন, শাস পার্টি পেয়েছে ১২টি আসন এবং ইউনাইটেড তোরাহ জুডাইজ্ম পার্টি পেয়েছে ৮টি আসন।
নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের দল ইয়েশ আতিদ পার্টি ২৪টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর জোটের অন্য দল দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তেজের দল ন্যাশনাল ইউনিটি পার্টি পেতে পারে ১২টি আসন এবং বর্তমান অর্থমন্ত্রী আভিগদর লাইবারম্যানের দল ইসরায়েল বেইতিনু পেতে পারে ৫টি আসন।
এ ছাড়া, নির্বাচনে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট নেসেটে ৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি বা হাদাশ পেয়েছে ৫টি আসন।
আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক ও দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি নেতানিয়াহুর জোটের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ নেতানিয়াহুকে তাঁর জয়ে অভিনন্দন জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত চার বছরের মধ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে কট্টর ডানপন্থীদের সরকার গঠিত হতে যাচ্ছে। দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে এবং এতে নেতানিয়াহু ও তাঁর জোটই এগিয়ে রয়েছে। ১৪ মাস বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের পর নেতানিয়াহু এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছেন।
এদিকে নেতানিয়াহুর এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ। তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী লাপিদ নির্বাচনে বিজয়ের জন্য বিরোধীদলীয় নেতা নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁকে জানিয়েছেন যে, তিনি তাঁর পুরো কার্যালয়কে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।’
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টি পেয়েছে ৩১টি আসন, জোটের অন্যান্য শরিকের মধ্যে কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টি পেয়েছে ১৪টি আসন, শাস পার্টি পেয়েছে ১২টি আসন এবং ইউনাইটেড তোরাহ জুডাইজ্ম পার্টি পেয়েছে ৮টি আসন।
নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের দল ইয়েশ আতিদ পার্টি ২৪টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর জোটের অন্য দল দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তেজের দল ন্যাশনাল ইউনিটি পার্টি পেতে পারে ১২টি আসন এবং বর্তমান অর্থমন্ত্রী আভিগদর লাইবারম্যানের দল ইসরায়েল বেইতিনু পেতে পারে ৫টি আসন।
এ ছাড়া, নির্বাচনে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট নেসেটে ৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি বা হাদাশ পেয়েছে ৫টি আসন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৫ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১০ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে