অনলাইন ডেস্ক
হামাসের দাবি করেছে, মানবিক কারণে দুই জিম্মিকে ছেড়ে দিতে চাইলেও ইসরায়েল তাঁদের গ্রহণে অপারগতা প্রকাশ করেছে।
রোববার আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই জিম্মিকে ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা।
একটি লিখিত বিবৃতিতে উবায়দা জানান, গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিক জুডিথ রনান ও তাঁর কন্যা নাতালিকে মুক্তি দিয়েছে হামাস। আমেরিকান মা-মেয়েকে ছেড়ে দেওয়ার সময় মানবিক কারণে মধ্যস্থতাকারীদের কাছে আরও দুজনকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সংগঠনটি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করতে অস্বীকার করেছে। শুধু তাই নয়—পরদিন শনিবার ‘দুই নাগরিককে হামাস মুক্তি দিতে চাইছে’ এই খবরটিকে গুজব বলে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়—আমরা হামাসের কোনো গুজবে কান দেব না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের অপহৃত ও নিখোঁজ মানুষদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবো।’
জানা গেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে অন্তত ২১০ জন ইসরায়েলিকে বন্দী করে। এসব বন্দীকে মুক্ত করার কারণ দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেরও পরিকল্পনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।
হামাসের দাবি করেছে, মানবিক কারণে দুই জিম্মিকে ছেড়ে দিতে চাইলেও ইসরায়েল তাঁদের গ্রহণে অপারগতা প্রকাশ করেছে।
রোববার আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই জিম্মিকে ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা।
একটি লিখিত বিবৃতিতে উবায়দা জানান, গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিক জুডিথ রনান ও তাঁর কন্যা নাতালিকে মুক্তি দিয়েছে হামাস। আমেরিকান মা-মেয়েকে ছেড়ে দেওয়ার সময় মানবিক কারণে মধ্যস্থতাকারীদের কাছে আরও দুজনকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সংগঠনটি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করতে অস্বীকার করেছে। শুধু তাই নয়—পরদিন শনিবার ‘দুই নাগরিককে হামাস মুক্তি দিতে চাইছে’ এই খবরটিকে গুজব বলে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়—আমরা হামাসের কোনো গুজবে কান দেব না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের অপহৃত ও নিখোঁজ মানুষদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবো।’
জানা গেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে অন্তত ২১০ জন ইসরায়েলিকে বন্দী করে। এসব বন্দীকে মুক্ত করার কারণ দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেরও পরিকল্পনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।
স্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২৩ মিনিট আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৬ ঘণ্টা আগে