আজকের পত্রিকা ডেস্ক
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা শুধু কোণঠাসা হচ্ছে। উপত্যকার মোট ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৩ লাখই এখন রাফাহ শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এত লোককে ঠাঁই দেওয়ার মতো যথেষ্ট অবকাঠামো নেই রাফাহে।
গাজায় এবার যুদ্ধ শুরুর আগে রাফাহে প্রায় পৌনে ২ লাখ বাসিন্দা ছিল। বাস্তুচ্যুত বাসিন্দাদের ভিড়ে রাফাহ এখন গিজগিজ করছে। এ পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, লাখ লাখ ফিলিস্তিনি পরিবার রাফাহে আসছেন। শহরটিতে এখন আর কোনো মানুষ ঠাঁই দেওয়ার মতো স্থান নেই। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘রাফাহের অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো কোনো কিছুরই ১৩ লাখ মানুষকে রাখার মতো অবস্থায় নেই। খবর আল জাজিরার।
এদিকে গত রোববার রাতে রাফাহের একটি ভবনে ইসরায়েলি হামলায় দুই বছরের শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, ইসরায়েলি হামলায় আগের ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৩১২ জন আহত হয়েছে। চলমান হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৮৩৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, উপত্যকায় মাত্র ছয়টি অ্যাম্বুলেন্স সেবাদানের উপযোগী রয়েছে।
অন্যদিকে, গতকাল তেলআবিবে জড়ো হন ইসরায়েলি বিক্ষোভকারীরা। তাঁরা জিম্মি মুক্তির আহ্বান জানান এবং ক্ষমতা থেকে সরে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন।
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা শুধু কোণঠাসা হচ্ছে। উপত্যকার মোট ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৩ লাখই এখন রাফাহ শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এত লোককে ঠাঁই দেওয়ার মতো যথেষ্ট অবকাঠামো নেই রাফাহে।
গাজায় এবার যুদ্ধ শুরুর আগে রাফাহে প্রায় পৌনে ২ লাখ বাসিন্দা ছিল। বাস্তুচ্যুত বাসিন্দাদের ভিড়ে রাফাহ এখন গিজগিজ করছে। এ পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, লাখ লাখ ফিলিস্তিনি পরিবার রাফাহে আসছেন। শহরটিতে এখন আর কোনো মানুষ ঠাঁই দেওয়ার মতো স্থান নেই। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘রাফাহের অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো কোনো কিছুরই ১৩ লাখ মানুষকে রাখার মতো অবস্থায় নেই। খবর আল জাজিরার।
এদিকে গত রোববার রাতে রাফাহের একটি ভবনে ইসরায়েলি হামলায় দুই বছরের শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, ইসরায়েলি হামলায় আগের ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৩১২ জন আহত হয়েছে। চলমান হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৮৩৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, উপত্যকায় মাত্র ছয়টি অ্যাম্বুলেন্স সেবাদানের উপযোগী রয়েছে।
অন্যদিকে, গতকাল তেলআবিবে জড়ো হন ইসরায়েলি বিক্ষোভকারীরা। তাঁরা জিম্মি মুক্তির আহ্বান জানান এবং ক্ষমতা থেকে সরে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন।
থাইল্যান্ডে বিষাক্ত সায়ানাইড দিয়ে ১৪ বন্ধুকে হত্যার দায়ে অভিযুক্ত এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিবিসি জানিয়েছে, গত বছর ভ্রমণে গিয়ে খাবার ও পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে এক ধনী বন্ধুকে হত্যা করার জন্য ৩৬ বছর বয়সী নারী সারারাত রাংসিউথাপোর্নকে দোষী সাব্যস্ত করেছেন ব্যাংককের একটি আদালত।
২৪ মিনিট আগেযৌনতা এবং রোমান্টিক জীবন নিয়ে পৃথিবীতে এখন সবচেয়ে কম সন্তুষ্ট জাতি জাপানিরা। ফরাসি গবেষণা সংস্থা ইপসোসর একটি বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে, প্রেম ও যৌনতাহীন এমন জীবনে জাপানিদের পরই অবস্থান করছে দক্ষিণ কোরিয়ার মানুষ।
২ ঘণ্টা আগেশিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
৪ ঘণ্টা আগেগাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
৫ ঘণ্টা আগে