ছোট্ট শহরে গাজার অর্ধেক মানুষ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০১: ০৩

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা শুধু কোণঠাসা হচ্ছে। উপত্যকার মোট ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৩ লাখই এখন রাফাহ শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এত লোককে ঠাঁই দেওয়ার মতো যথেষ্ট অবকাঠামো নেই রাফাহে।

গাজায় এবার যুদ্ধ শুরুর আগে রাফাহে প্রায় পৌনে ২ লাখ বাসিন্দা ছিল। বাস্তুচ্যুত বাসিন্দাদের ভিড়ে রাফাহ এখন গিজগিজ করছে। এ পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, লাখ লাখ ফিলিস্তিনি পরিবার রাফাহে আসছেন। শহরটিতে এখন আর কোনো মানুষ ঠাঁই দেওয়ার মতো স্থান নেই। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘রাফাহের অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো কোনো কিছুরই ১৩ লাখ মানুষকে রাখার মতো অবস্থায় নেই। খবর আল জাজিরার।

এদিকে গত রোববার রাতে রাফাহের একটি ভবনে ইসরায়েলি হামলায় দুই বছরের শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, ইসরায়েলি হামলায় আগের ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৩১২ জন আহত হয়েছে। চলমান হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৮৩৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, উপত্যকায় মাত্র ছয়টি অ্যাম্বুলেন্স সেবাদানের উপযোগী রয়েছে।

অন্যদিকে, গতকাল তেলআবিবে জড়ো হন ইসরায়েলি বিক্ষোভকারীরা। তাঁরা জিম্মি মুক্তির আহ্বান জানান এবং ক্ষমতা থেকে সরে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের নতুন আইজি হতে পারেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত