অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে গেছে ১৪০ দিন। এই সময়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৫০০ জন। হতাহতদের প্রায় সবাই গাজার বাসিন্দা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ২৯ হাজার ৭৮২ জন এবং পশ্চিম তীরে এই সময়ে নিহত হয়েছে অন্তত ৩৯৫ জন। সব মিলিয়ে ফিলিস্তিনের দুই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৩০ হাজার ১৭৭ জন।
গাজায় নিহতদের মধ্যে ১২ হাজার ৩০০ জনই শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। এর বাইরে গাজায় ইসরায়েলি হামলার কারণে নিখোঁজ থাকা ব্যক্তির সংখ্যা ৭ হাজারেরও বেশি। এ ছাড়া, পশ্চিম তীরে নিহত ৩৯৫ জনের মধ্যে ১০৫ জনই শিশু।
ইসরায়েলি হামলায় গাজায় আহত লোকের সংখ্যা ৭০ হাজার ৪৩। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জন শিশু ও ৬ হাজার ৩২৭ জন নারী। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আহতের সংখ্যা সব মিলিয়ে ৪ হাজার ৪৫০। অর্থাৎ, ৭ অক্টোবরের পর ১৪০ দিনে ফিলিস্তিনি দুই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৭৪ হাজার ৪৯৩ জন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়ার তথ্যের ভিত্তিতে বিগত ১৪০ দিনে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহত ও আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৭০। এর সঙ্গে নিখোঁজ ৭ হাজারের অধিক ফিলিস্তিনিকে যোগ করলে এই সংখ্যা ১ লাখ ১১ হাজার ছাড়িয়ে যাবে।
এদিকে, গাজা ও পশ্চিম তীরে এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও অঞ্চল দুটিতে ইসরায়েলি হামলা ও অভিযান থেমে নেই। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনারা ভূখণ্ড দুটিতে মারণ অভিযান চালিয়ে যাচ্ছে।
এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতি খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, চলতি সপ্তাহের শেষ দিকের মধ্যেই এটি কার্যকর হবে।’ উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে সাধারণত সপ্তাহান্তে বলতে শনি-রোববারকে বোঝানো হয়।
এ সময় বাইডেন বলেন, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তাঁকে বলেছেন, ‘আমরা (যুদ্ধবিরতির) খুবই কাছাকাছি।’ তিনি আরও বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরাই কাছাকাছি, খুবই কাছাকাছি, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’
এ সময় আগামী সোমবার নাগাদ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাবে আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি আশা করি, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি দেখতে পাব।’
ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে গেছে ১৪০ দিন। এই সময়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৫০০ জন। হতাহতদের প্রায় সবাই গাজার বাসিন্দা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ২৯ হাজার ৭৮২ জন এবং পশ্চিম তীরে এই সময়ে নিহত হয়েছে অন্তত ৩৯৫ জন। সব মিলিয়ে ফিলিস্তিনের দুই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৩০ হাজার ১৭৭ জন।
গাজায় নিহতদের মধ্যে ১২ হাজার ৩০০ জনই শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। এর বাইরে গাজায় ইসরায়েলি হামলার কারণে নিখোঁজ থাকা ব্যক্তির সংখ্যা ৭ হাজারেরও বেশি। এ ছাড়া, পশ্চিম তীরে নিহত ৩৯৫ জনের মধ্যে ১০৫ জনই শিশু।
ইসরায়েলি হামলায় গাজায় আহত লোকের সংখ্যা ৭০ হাজার ৪৩। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জন শিশু ও ৬ হাজার ৩২৭ জন নারী। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আহতের সংখ্যা সব মিলিয়ে ৪ হাজার ৪৫০। অর্থাৎ, ৭ অক্টোবরের পর ১৪০ দিনে ফিলিস্তিনি দুই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৭৪ হাজার ৪৯৩ জন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়ার তথ্যের ভিত্তিতে বিগত ১৪০ দিনে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহত ও আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৭০। এর সঙ্গে নিখোঁজ ৭ হাজারের অধিক ফিলিস্তিনিকে যোগ করলে এই সংখ্যা ১ লাখ ১১ হাজার ছাড়িয়ে যাবে।
এদিকে, গাজা ও পশ্চিম তীরে এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও অঞ্চল দুটিতে ইসরায়েলি হামলা ও অভিযান থেমে নেই। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনারা ভূখণ্ড দুটিতে মারণ অভিযান চালিয়ে যাচ্ছে।
এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতি খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, চলতি সপ্তাহের শেষ দিকের মধ্যেই এটি কার্যকর হবে।’ উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে সাধারণত সপ্তাহান্তে বলতে শনি-রোববারকে বোঝানো হয়।
এ সময় বাইডেন বলেন, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তাঁকে বলেছেন, ‘আমরা (যুদ্ধবিরতির) খুবই কাছাকাছি।’ তিনি আরও বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরাই কাছাকাছি, খুবই কাছাকাছি, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’
এ সময় আগামী সোমবার নাগাদ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাবে আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি আশা করি, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি দেখতে পাব।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
২ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
৪ ঘণ্টা আগে