অনলাইন ডেস্ক
গাজা উপত্যকার উত্তরাংশে নিজেদের ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছেন পাঁচজন ইসরায়েলি সেনা। আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চলতি মাসে উত্তর গাজার কিছু অংশে পুনরায় প্রবেশ করেছে। ফিলিস্তিনপন্থী স্বাধীনতাকামী সংগঠন হামাসের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টাকে দমন করতেই আইডিএফ এই পদক্ষেপ নিয়েছে।
আইডিএফ আজ ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরে জাবালিয়া শরণার্থীশিবিরে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ২০২ ব্যাটালিয়নে ট্যাংকের ক্রসফায়ারে পড়ে ইসরায়েলি পাঁচ সেনা নিহত এবং কিছু সেনা আহত হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁদের পরিবারকে এ সম্পর্কে জানানো হয়েছে।
ট্যাংকের গোলার আঘাতে অন্তত সাত সেনা আহত হয় বলেও জানায় আইডিএফ। ঘটনাস্থলে দুটি ট্যাংকের গোলাগুলি থেকেই এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ট্যাংক দুটি থেকে ইসরায়েলি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডারের ব্যবহৃত একটি বাড়িতে গুলি চালানো হয়।
বিবৃতিতে আইডিএফ আরও বলে, ‘প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে, আলট্রা-অর্থোডক্স প্যারাট্রুপার কোম্পানি হেটজের ট্যাংক যোদ্ধারা সেই বাড়ির একটি জানালা থেকে বেরিয়ে আসা একটি বন্দুকের ব্যারেল শনাক্ত করেছে। বন্দুকের ব্যারেলটির অবস্থানের কারণে বিভ্রান্তি সৃষ্টি হলে ট্যাংক দুটি থেকে গোলা ছোড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার পরই গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ২৭৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোয় উত্তর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই জোরদার হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এলাকাটিতে নিজেদের সামরিক সক্ষমতা আবার গড়ে তুলতে চাইছে হামাস। এর আগে, এলাকাটিতে হামাসের ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করছিল আইডিএফ।
গাজা উপত্যকার উত্তরাংশে নিজেদের ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছেন পাঁচজন ইসরায়েলি সেনা। আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চলতি মাসে উত্তর গাজার কিছু অংশে পুনরায় প্রবেশ করেছে। ফিলিস্তিনপন্থী স্বাধীনতাকামী সংগঠন হামাসের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টাকে দমন করতেই আইডিএফ এই পদক্ষেপ নিয়েছে।
আইডিএফ আজ ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরে জাবালিয়া শরণার্থীশিবিরে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ২০২ ব্যাটালিয়নে ট্যাংকের ক্রসফায়ারে পড়ে ইসরায়েলি পাঁচ সেনা নিহত এবং কিছু সেনা আহত হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁদের পরিবারকে এ সম্পর্কে জানানো হয়েছে।
ট্যাংকের গোলার আঘাতে অন্তত সাত সেনা আহত হয় বলেও জানায় আইডিএফ। ঘটনাস্থলে দুটি ট্যাংকের গোলাগুলি থেকেই এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ট্যাংক দুটি থেকে ইসরায়েলি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডারের ব্যবহৃত একটি বাড়িতে গুলি চালানো হয়।
বিবৃতিতে আইডিএফ আরও বলে, ‘প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে, আলট্রা-অর্থোডক্স প্যারাট্রুপার কোম্পানি হেটজের ট্যাংক যোদ্ধারা সেই বাড়ির একটি জানালা থেকে বেরিয়ে আসা একটি বন্দুকের ব্যারেল শনাক্ত করেছে। বন্দুকের ব্যারেলটির অবস্থানের কারণে বিভ্রান্তি সৃষ্টি হলে ট্যাংক দুটি থেকে গোলা ছোড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার পরই গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ২৭৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোয় উত্তর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই জোরদার হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এলাকাটিতে নিজেদের সামরিক সক্ষমতা আবার গড়ে তুলতে চাইছে হামাস। এর আগে, এলাকাটিতে হামাসের ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করছিল আইডিএফ।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্কসবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগে