অনলাইন ডেস্ক
ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর লেবাননে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় লেবাননের বহু গ্রামে আগুন জ্বলছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যমগুলো।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ জড়িত বলে ধারণা করা হলেও স্বীকার করেনি গোষ্ঠীটি।
গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল—দুপক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে।
আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা দলের মুখপাত্র দানিয়েল হাগারি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করেছে।’
হাগারি বলেন, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে।
আইডিএফ বলছে, লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টার লক্ষ্য করেও হামলা চালানো হয়।
একটি ভিডিওতে ইসরায়েলের হাসপাতালের গেটের কাছেই একটি রকেট আঘাত করতে দেখা যায়।
এক বিবৃতিতে আইডিএফ বলে, কিছুক্ষণ আগে আইডিএফের জঙ্গি বিমানগুলো জাবাল এল ব্রাইজ, হাউনেহ, দুনিন, আদচিত ও সৌয়ানেহ এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সশস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক কম্পাউন্ড, অপারেশনাল কন্ট্রোল রুম এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত অবকাঠামো। এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তু ছিল রেদোয়ান বাহিনীর।
এর আগে দুটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে।
শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অ–রাষ্ট্রীয় সশস্ত্র সামরিক বাহিনীর একটি। ১৯৮০–এর দশকের গোড়ার দিকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া রাষ্ট্র ইরান এই গোষ্ঠীকে সামরিক সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর লেবাননে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় লেবাননের বহু গ্রামে আগুন জ্বলছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যমগুলো।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ জড়িত বলে ধারণা করা হলেও স্বীকার করেনি গোষ্ঠীটি।
গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল—দুপক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে।
আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা দলের মুখপাত্র দানিয়েল হাগারি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করেছে।’
হাগারি বলেন, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে।
আইডিএফ বলছে, লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টার লক্ষ্য করেও হামলা চালানো হয়।
একটি ভিডিওতে ইসরায়েলের হাসপাতালের গেটের কাছেই একটি রকেট আঘাত করতে দেখা যায়।
এক বিবৃতিতে আইডিএফ বলে, কিছুক্ষণ আগে আইডিএফের জঙ্গি বিমানগুলো জাবাল এল ব্রাইজ, হাউনেহ, দুনিন, আদচিত ও সৌয়ানেহ এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সশস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক কম্পাউন্ড, অপারেশনাল কন্ট্রোল রুম এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত অবকাঠামো। এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তু ছিল রেদোয়ান বাহিনীর।
এর আগে দুটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে।
শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অ–রাষ্ট্রীয় সশস্ত্র সামরিক বাহিনীর একটি। ১৯৮০–এর দশকের গোড়ার দিকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া রাষ্ট্র ইরান এই গোষ্ঠীকে সামরিক সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৪৩ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৩ ঘণ্টা আগে