অনলাইন ডেস্ক
ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, খোমেইন শহরে আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিচ্ছেন। ভিডিওগুলো কোথায় ধারণ করা হয়েছে, তা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো যাচাই করেছে, তবে আঞ্চলিক কর্তৃপক্ষ অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিবিসি বলেছে, আয়াতুল্লাহ খোমেনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। তাঁর স্মরণে বাড়ি বর্তমানে ‘জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। খোমেনি ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ছিলেন। তিনি ইরানের পশ্চিমাপন্থী নেতা শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে ইসলামি প্রজাতন্ত্র রাষ্ট্রের সূচনা করেছিলেন, যা এখনো দেশটিতে বিদ্যমান। খোমেনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অসংখ্য বিক্ষোভকারী খোমেনির বাড়িতে অগ্নিসংযোগ করতে করতে উল্লাস করছেন। ইরানের একটি অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক জানিয়েছে, অগ্নিসংযোগের ফুটেজটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ধারণ করা।
তবে খোমেইন কাউন্টির প্রেস অফিস দাবি করেছে, সেখানে কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। অন্যদিকে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গুটি কয়েক লোক বাড়িটির বাইরে জড়ো হয়েছিলেন। পরে তাঁরা বাড়িটির একটি ভিডিও পোস্ট করেন। আয়াতুল্লাহ খোমেনির বাড়িটি সর্বসাধারণের জন্য উন্মুক্তই ছিল।
ইরানে প্রায় তিন মাস আগে হিজাব ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ, যা এখনো অব্যাহত রয়েছে। খোমেনির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনা এই চলমান বিক্ষোভের সর্বশেষ ঘটনাগুলোর একটি। ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর বেশব্যাপী এই বিক্ষোভ শুরু হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইজেহ শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ বছর বয়সী কিয়ান পিরফালাক নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার তার শেষকৃত্য থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, খোমেইন শহরে আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিচ্ছেন। ভিডিওগুলো কোথায় ধারণ করা হয়েছে, তা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো যাচাই করেছে, তবে আঞ্চলিক কর্তৃপক্ষ অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিবিসি বলেছে, আয়াতুল্লাহ খোমেনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। তাঁর স্মরণে বাড়ি বর্তমানে ‘জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। খোমেনি ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ছিলেন। তিনি ইরানের পশ্চিমাপন্থী নেতা শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে ইসলামি প্রজাতন্ত্র রাষ্ট্রের সূচনা করেছিলেন, যা এখনো দেশটিতে বিদ্যমান। খোমেনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অসংখ্য বিক্ষোভকারী খোমেনির বাড়িতে অগ্নিসংযোগ করতে করতে উল্লাস করছেন। ইরানের একটি অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক জানিয়েছে, অগ্নিসংযোগের ফুটেজটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ধারণ করা।
তবে খোমেইন কাউন্টির প্রেস অফিস দাবি করেছে, সেখানে কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। অন্যদিকে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গুটি কয়েক লোক বাড়িটির বাইরে জড়ো হয়েছিলেন। পরে তাঁরা বাড়িটির একটি ভিডিও পোস্ট করেন। আয়াতুল্লাহ খোমেনির বাড়িটি সর্বসাধারণের জন্য উন্মুক্তই ছিল।
ইরানে প্রায় তিন মাস আগে হিজাব ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ, যা এখনো অব্যাহত রয়েছে। খোমেনির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনা এই চলমান বিক্ষোভের সর্বশেষ ঘটনাগুলোর একটি। ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর বেশব্যাপী এই বিক্ষোভ শুরু হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইজেহ শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ বছর বয়সী কিয়ান পিরফালাক নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার তার শেষকৃত্য থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৬ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১৮ ঘণ্টা আগে