অনলাইন ডেস্ক
প্রথম বিয়ে করেছিলেন ২০ বছর বয়সে, তাঁর চেয়ে ৬ বছরের বড় এক নারীকে। এর পরের ৪৩ বছরে একে একে আরও ৫২ জন নারীকে বিয়ে করেছেন স্রেফ মনের শান্তির আশায়। কিন্তু হায়...বিধি বাম। মনের সেই কাঙ্ক্ষিত শান্তি তাঁর মেলেনি।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৬৩ বছর বয়সী আবু আব্দুল্লাহ। তিনি সৌদি আরবের বাসিন্দা। দেশটিতে তিনি এরই মধ্যে ‘শতাব্দীর সেরা বহুবিবাহকারী’ বলে খ্যাতি পেয়ে গেছেন।
এতগুলো বিয়ে করার পেছনের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবু আব্দুল্লাহ বলেছেন, তিনি তাঁর শারীরিক শান্তির জন্য এমনটা করেননি বরং তাঁর মনের শান্তি এবং স্থিতিশীলতার জন্যই এমনটা করেছেন। সম্প্রতি সৌদি আরবের স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম এমবিসিতে এই বিষয়ে এক সাক্ষাৎকারে হাজির হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে আবু আব্দুল্লাহ বলেন, তিনি যখন প্রথম বিয়ে করেন তখন তাঁর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না।
আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি যখন প্রথমবার বিয়ে করি তখন দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি আমার স্ত্রী–সন্তান নিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলাম। তবে কিছুদিন পর কিছু সমস্যা দেখা দেয় এবং আমি সিদ্ধান্ত নেই আমি আবারও বিয়ে করব। তখন আমি আমার বিয়ের বিষয়ে আমার প্রথম স্ত্রীকে অবগত করি।’
গালফ নিউজের মতে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরপরই আবু আব্দুল্লাহ তৃতীয় ও চতুর্থবার বিয়ে করতে বাধ্য করেছিল। অবশ্য আবু আব্দুল্লাহর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়ে আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। প্রথমটি ছিল যখন আমার ২০ বছর বয়সে এবং সে আমার চেয়ে ৬ বছরের বড় ছিল।’ তিনি জানিয়েছেন, তাঁর সবচেয়ে কম দীর্ঘায়িত বিয়েটি ছিল মাত্র ১ রাতের।
আবু আব্দুল্লাহ আরও বলেন, ‘পৃথিবীর সবাই এমন একজন নারীকে চায় যার সঙ্গে সে বাকি জীবন কাটাতে পারবে। আমার মতে, জীবনে মানসিক স্থিতিশীলতা কোনো তরুণী নয় বরং কোনো একজন বৃদ্ধার সঙ্গেও আপনি খুঁজে পেতে পারেন।’
আবু আব্দুল্লাহর অধিকাংশ স্ত্রীই সৌদি আরবের তবে তিনি বিভিন্ন দেশ সফরকালেও একাধিক বিয়ে করেছেন।
প্রথম বিয়ে করেছিলেন ২০ বছর বয়সে, তাঁর চেয়ে ৬ বছরের বড় এক নারীকে। এর পরের ৪৩ বছরে একে একে আরও ৫২ জন নারীকে বিয়ে করেছেন স্রেফ মনের শান্তির আশায়। কিন্তু হায়...বিধি বাম। মনের সেই কাঙ্ক্ষিত শান্তি তাঁর মেলেনি।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৬৩ বছর বয়সী আবু আব্দুল্লাহ। তিনি সৌদি আরবের বাসিন্দা। দেশটিতে তিনি এরই মধ্যে ‘শতাব্দীর সেরা বহুবিবাহকারী’ বলে খ্যাতি পেয়ে গেছেন।
এতগুলো বিয়ে করার পেছনের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবু আব্দুল্লাহ বলেছেন, তিনি তাঁর শারীরিক শান্তির জন্য এমনটা করেননি বরং তাঁর মনের শান্তি এবং স্থিতিশীলতার জন্যই এমনটা করেছেন। সম্প্রতি সৌদি আরবের স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম এমবিসিতে এই বিষয়ে এক সাক্ষাৎকারে হাজির হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে আবু আব্দুল্লাহ বলেন, তিনি যখন প্রথম বিয়ে করেন তখন তাঁর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না।
আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি যখন প্রথমবার বিয়ে করি তখন দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি আমার স্ত্রী–সন্তান নিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলাম। তবে কিছুদিন পর কিছু সমস্যা দেখা দেয় এবং আমি সিদ্ধান্ত নেই আমি আবারও বিয়ে করব। তখন আমি আমার বিয়ের বিষয়ে আমার প্রথম স্ত্রীকে অবগত করি।’
গালফ নিউজের মতে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরপরই আবু আব্দুল্লাহ তৃতীয় ও চতুর্থবার বিয়ে করতে বাধ্য করেছিল। অবশ্য আবু আব্দুল্লাহর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়ে আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। প্রথমটি ছিল যখন আমার ২০ বছর বয়সে এবং সে আমার চেয়ে ৬ বছরের বড় ছিল।’ তিনি জানিয়েছেন, তাঁর সবচেয়ে কম দীর্ঘায়িত বিয়েটি ছিল মাত্র ১ রাতের।
আবু আব্দুল্লাহ আরও বলেন, ‘পৃথিবীর সবাই এমন একজন নারীকে চায় যার সঙ্গে সে বাকি জীবন কাটাতে পারবে। আমার মতে, জীবনে মানসিক স্থিতিশীলতা কোনো তরুণী নয় বরং কোনো একজন বৃদ্ধার সঙ্গেও আপনি খুঁজে পেতে পারেন।’
আবু আব্দুল্লাহর অধিকাংশ স্ত্রীই সৌদি আরবের তবে তিনি বিভিন্ন দেশ সফরকালেও একাধিক বিয়ে করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
২ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
৪ ঘণ্টা আগে