অনলাইন ডেস্ক
ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা।
এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।
ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা।
এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৮ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে