অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই লক্ষ্যে ছাড়ও দিতে প্রস্তুত তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীটি। এ ক্ষেত্রে তাঁর দাবি হলো, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা পুনর্গঠন, ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। গতকাল রোববার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।
ইসমাইল হানিয়া বলেন, ‘হামাস ও (ফিলিস্তিনি) গোষ্ঠীগুলো একটি ব্যাপক চুক্তির জন্য প্রস্তুত। যার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, (গাজা) উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, (গাজায়) যা ধ্বংস হয়েছে তার পুনর্গঠন এবং ব্যাপক (বন্দী-জিম্মি) অদলবদলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’
এ সময় হানিয়া জানান, হামাস গাজায় রক্তপাত বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাপক গুরুত্ব ও নমনীয়তা দেখিয়েছে। তিনি বলেন, হামাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা বাইডেনের প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ। এর আগে গত মে মাসের শেষ দিকে বাইডেন তিন ধাপে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা সমর্থিত হয়।
তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস বাইডেন উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে ‘অগ্রহণযোগ্য’ সংশোধন দাবি করেছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে বলেছেন, হামাস যে পরিবর্তনগুলো আনতে বলেছে, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
এদিকে, ইসরায়েলি প্রশাসনও মার্কিন সমর্থিত পরিকল্পনায় পরিবর্তনের জন্য জোর দিয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে এবং হামাসের ধ্বংসসহ ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধে বিরতি আসবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই লক্ষ্যে ছাড়ও দিতে প্রস্তুত তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীটি। এ ক্ষেত্রে তাঁর দাবি হলো, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা পুনর্গঠন, ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। গতকাল রোববার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।
ইসমাইল হানিয়া বলেন, ‘হামাস ও (ফিলিস্তিনি) গোষ্ঠীগুলো একটি ব্যাপক চুক্তির জন্য প্রস্তুত। যার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, (গাজা) উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, (গাজায়) যা ধ্বংস হয়েছে তার পুনর্গঠন এবং ব্যাপক (বন্দী-জিম্মি) অদলবদলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’
এ সময় হানিয়া জানান, হামাস গাজায় রক্তপাত বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাপক গুরুত্ব ও নমনীয়তা দেখিয়েছে। তিনি বলেন, হামাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা বাইডেনের প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ। এর আগে গত মে মাসের শেষ দিকে বাইডেন তিন ধাপে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা সমর্থিত হয়।
তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস বাইডেন উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে ‘অগ্রহণযোগ্য’ সংশোধন দাবি করেছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে বলেছেন, হামাস যে পরিবর্তনগুলো আনতে বলেছে, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
এদিকে, ইসরায়েলি প্রশাসনও মার্কিন সমর্থিত পরিকল্পনায় পরিবর্তনের জন্য জোর দিয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে এবং হামাসের ধ্বংসসহ ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধে বিরতি আসবে না।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্কসবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগে