অনলাইন ডেস্ক
পাকিস্তান ও ইরানের মধ্যকার উত্তেজনা কমে যাওয়ার প্রক্রিয়ার মধ্যেই আবার ঘটেছে হতাহতের ঘটনা। ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের সারাভানে ৯ জন পাকিস্তানিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গত শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল শনিবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপি বলেন, ‘সারাভানে ৯ পাকিস্তানির ভয়াবহ হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারগুলোকে পূর্ণ সহায়তা দেবে। আমরা ইরানকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছি।’
ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি শুক্রবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানে হামলার কথা জানিয়েছে। তাদের প্রতিবেদনে নিহতদের শুধু বিদেশি নাগরিক হিসেবে বলা হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, তিনজন সশস্ত্র ব্যক্তি তাঁদের বাসভবনে প্রবেশ করে বিদেশিদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডেপুটি গভর্নর ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানান।
বেলুচের মানবাধিকার সংস্থা হালভাশ তাদের ওয়েবসাইটে বলেছে যে, নিহতরা পাকিস্তানি শ্রমিক। তাঁরা গাড়ি মেরামতের দোকানে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
এই হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং তেহরানকে ঘটনাটির তদন্ত করতে তাগাদা দিয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটি একটি ভয়ংকর ও ঘৃণ্য ঘটনা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। অবিলম্বে ঘটনার তদন্ত করার এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।’
আগামীকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের পাকিস্তান সফরের কথা রয়েছে। এর দুই দিন আগে ঘটল এই হত্যাকাণ্ড।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই বন্দুক হামলার নিন্দা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ইরান ও পাকিস্তান তার শত্রুদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে দেবে না।
দুই দেশের মাটিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর উত্তেজনা নিরসন করে আবারও কূটনীতিক সম্পর্কে ফেরার পথে রয়েছে পাকিস্তান ও ইরান। চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান।
ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করার সঙ্গে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়।
এরপর গত ১৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর অগ্রগতির সম্ভাবনা দেখা দেয়। ইরানের সঙ্গে সব ইস্যুতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল পাকিস্তান।
পাকিস্তান ও ইরানের মধ্যকার উত্তেজনা কমে যাওয়ার প্রক্রিয়ার মধ্যেই আবার ঘটেছে হতাহতের ঘটনা। ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের সারাভানে ৯ জন পাকিস্তানিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গত শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল শনিবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপি বলেন, ‘সারাভানে ৯ পাকিস্তানির ভয়াবহ হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারগুলোকে পূর্ণ সহায়তা দেবে। আমরা ইরানকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছি।’
ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি শুক্রবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানে হামলার কথা জানিয়েছে। তাদের প্রতিবেদনে নিহতদের শুধু বিদেশি নাগরিক হিসেবে বলা হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, তিনজন সশস্ত্র ব্যক্তি তাঁদের বাসভবনে প্রবেশ করে বিদেশিদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডেপুটি গভর্নর ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানান।
বেলুচের মানবাধিকার সংস্থা হালভাশ তাদের ওয়েবসাইটে বলেছে যে, নিহতরা পাকিস্তানি শ্রমিক। তাঁরা গাড়ি মেরামতের দোকানে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
এই হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং তেহরানকে ঘটনাটির তদন্ত করতে তাগাদা দিয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটি একটি ভয়ংকর ও ঘৃণ্য ঘটনা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। অবিলম্বে ঘটনার তদন্ত করার এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।’
আগামীকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের পাকিস্তান সফরের কথা রয়েছে। এর দুই দিন আগে ঘটল এই হত্যাকাণ্ড।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই বন্দুক হামলার নিন্দা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ইরান ও পাকিস্তান তার শত্রুদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে দেবে না।
দুই দেশের মাটিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর উত্তেজনা নিরসন করে আবারও কূটনীতিক সম্পর্কে ফেরার পথে রয়েছে পাকিস্তান ও ইরান। চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান।
ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করার সঙ্গে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়।
এরপর গত ১৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর অগ্রগতির সম্ভাবনা দেখা দেয়। ইরানের সঙ্গে সব ইস্যুতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল পাকিস্তান।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১১ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে